Met Gala 2025 | Sabyasachi Mukherjee: বহুপ্রতীক্ষিত ডেবিউ হতে চলেছে শাহরুখ খানের। এই প্রথম মেটগালায় হাঁটবেন কিং খান। সব্যসাচীর ডিজাইন করা পোশাকেই হাঁটবেন শাহরুখ, এমনটাই খবর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেটগালায় ডেবিউ করছেন শাহরুখ খান। এই খবর অনেকদিন ধরে শোনা গেলেও সোমবার প্রকাশ্যে এল নিশ্চিত খবর যে এবছর প্রথমবারের জন্য রেড কার্পেটে হাঁটবেন শাহরুখ।
প্রতি বছর ‘মেট গালা’ হয় নিউ ইয়র্ক শহরের আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটান মিউজিয়ামে। রক্ষণাবেক্ষণের জন্য টাকা তুলতেই প্রতি বছর একটি ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করা হয়, হাজির হন ফ্যাশন জগতের নামী ব্যক্তিরা।
প্রতি বছরই আমন্ত্রিতদের জন্য আগে থেকে ঘোষণা করা হয় ‘থিম’। এ বছরের মেট গালার থিম নাম— ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’। এই ভাবনা অনুপ্রাণিত কৃষ্ণাঙ্গদের ফ্যাশন বিপ্লব থেকে।
আগামী ৫ মে নিউ ইয়র্কের আইকনিক মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান।
মেটগালায় শাহরুখের পোশাক ডিজাইন করবেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি। রবিবার ‘ডায়েট সাব্য’ নিশ্চিত করেছে—হ্যাঁ, কিং খান চলতি বছর মেট গালার রেড কার্পেট মাতাতে চলেছেন।
শুধু শাহরুখই নন, এই গালায় অংশ নিচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি এবং গায়ক দিলজিৎ দোসাঞ্জও। ডায়েট সাব্যর পোস্টে লেখা হয়েছে, ‘‘জাতীয় শিরোনাম দখল, থ্রেডস জুড়ে উত্তেজনা, এন্টারটেইনমেন্ট সাইটগুলোর উন্মাদনা, টুইটারে ঝড়—সব মিলিয়ে মেতে উঠেছে পুরো নেটদুনিয়া। আমরা নিশ্চিত করতে পারি: হ্যাঁ, শাহরুখ খানই আসছেন মেট গালা ২০২৫-এ। আর তাঁকে দেখা যাবে ভারতের সবচেয়ে বড় বিলাসবহুল ব্র্যান্ড সব্যসাচীর পোশাকে।’’
গত বছর মেটগালায় হেঁটেছিলেন আলিয়া ভাট। তাঁরও পোশাক তৈরি করেছিলেন সব্যসাচী। এমনকী সব্যসাচী নিজেও হেঁটেছিলেন মেটগালার রেড কার্পেটে।
সব্যসাচী প্রথম ভারতীয় ডিজাইনার যিনি মেটগালায় হেঁটে ইতিহাস গড়েছিলেন। এবার তাঁর পোশাকেই সেজে উঠবেন কিং খান।