Shah Rukh Khan's House Mannat: দামের থেকে বেশি টাকায় মন্নত কিনেছিলেন শাহরুখ খান। এবার সেই ভুলের কথা স্বীকার করে নিল মহারাষ্ট্র সরকার। কয়েক কোটি টাকা ফেরত পেতে চলেছেন কিং খান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের জীবনের সর্বস্ব দিয়ে একসময় বান্দ্রায় সমুদ্রের পাড়ে রাজপ্রাসাদের মতো বাংলো 'মন্নত' কিনেছিলেন শাহরুখ খান। সম্প্রতি জানা যায় মহারাষ্ট্র সরকারই ছিল মন্নতের মালিক।
১৯১৪ সালে তৈরি এই বাড়ি আসলে হেরিটেজ বিল্ডিং। প্রথমে এই বাড়ি ‘লিজ’ দেওয়া হয়েছিল। পরে সেই বাড়ি লিজ সম্পত্তি থেকে শাহরুখ সরাসরি মালিকানা পান।
প্রায় আড়াই হাজার বর্গ মিটারের এই সম্পত্তি শাহরুখ-গৌরীর নামে করা হয়েছিল এক রেজিস্টার্ড চুক্তিতে। ২০১৯ সালের মার্চ মাসে হয় চুক্তি।
মন্নতের মালিকানা পরিবর্তনের সময় শাহরুখ সরকারকে দিয়েছিলেন ২৭.৫০ কোটি টাকা।
সূত্রের দাবি, পরে শাহরুখ ও গৌরী বুঝতে পারেন জমিটুকুর পরিবর্তে বাংলোর দাম নেওয়া হয়েছিল শাহরুখের থেকে। সেই বাড়তি অঙ্কের অর্থ ফিরিয়ে দেওয়ার আর্জিও জানান। ২০২২ সালের সেপ্টেম্বরে সরকারকে এই সংক্রান্ত নোটিস দেওয়া হয়।
মহারাষ্ট্র সাবার্বন ডিস্ট্রিক্ট তথা এমএসডি-র কালেক্টরের সামনে আর্জি জানান শাহরুখ। তিনি বিষয়টি মহারাষ্ট্র সরকারের কাছে পাঠিয়ে দেন।
এবার শোনা যাচ্ছে, মহারাষ্ট্র সরকার সেই বাবদ ৯ কোটি টাকা ফিরিয়ে দিতে চলেছে শাহরুখকে।