Shahrukh Khan-Abhishek Bachchan: শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক প্রতিবছর নিয়ম করে সন্তানদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আসেন। এবারও ঠিক এমনটিই হল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুজনেই বলিউডের সুপারস্টার। একজন 'কিং খান' এবং আরেকজন 'দ্য বচ্চন'। হাজার ব্যস্ততার পরেও ছেলেমেয়ের জন্য ঠিক সময় বার করে নিতে পারেন তাঁরা।
শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক প্রতিবছর নিয়ম করে সন্তানদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আসেন। এবারও ঠিক এমনটিই হল। দর্শক আসনে বসে আরাধ্যা ও আব্রামের স্কুল ড্রামা দেখলেন শাহরুখ, অভিষেক, ঐশ্বর্যরা।
সেখানেই ক্রিসমাসের থিমে সেজে উঠেছিলেন ছোট্ট আব্রাম খান এবং আরাধ্যা বচ্চন। লাল-সাদা আউটফিট। একটি সোয়েটার। গলায় লাল মাফলার।
সেখানেই দর্শক আসনে বসে আরাধ্যা ও আব্রামের স্কুল ড্রামা দেখলেন শাহরুখ, অভিষেক, ঐশ্বর্যরা। শাহরুখ, অভিষেক ক্যামেরাবন্দিও করলেন তাঁদের সন্তানদের অভিনয়। সব মিলিয়ে স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল যেন তারকার সমাবেশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল। ছোট থেকেই প্রায় সকল তারকাদের ক্ষুদেরা ওই স্কুলেই পড়ে। এইসবের মাঝেও লাইম লাইট একপ্রকার টেনে নিল অভিষেক-ঐশ্বর্য। কারণ ডিভোর্সের আবহে একসঙ্গে মেয়ের প্রোগ্রামে এসে সমস্ত গল্প উড়িয়ে দিলেন।