Shakib Khan Controversy: গত কয়েকদিন ধরে শাকিব খানকে নিয়ে উত্তাল বাংলাদেশ। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ঢালিউড। শাকিবের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি চুক্তিভঙ্গ করেছেন। এমনকী সহ মহিলা প্রযোজককে ধর্ষণেরও অভিযোগ ওঠে শাকিবের বিরুদ্ধে। ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ বিস্ফোরক অভিযোগ আনেন সুপারস্টারের বিরুদ্ধে। সেই অভিযোগের বিরুদ্ধে মুখ খোলেন শাকিবও। তিনি দাবি করেন যে, তিনি সম্পূর্ণ নির্দোষ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার ছিল শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন। তিন বছর পূর্ণ করল তাঁদের ছেলে বীর।
বেশ কয়েকদিন ধরেই ধর্ষণ সহ একাধিক অভিযোগে অভিযুক্ত শাকিব খান। যদিও অভিনেতার দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ। তবে বেশ কয়েকদিনই তাঁকে নিয়ে উত্তাল বাংলাদেশ।
সম্প্রতি শাকিব খানের পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী শবনম বুবলী। একে অপরের প্রতি বিয়ে নিয়ে তিক্ততা থাকলেও সুপারস্টারকে সাপোর্ট করেছেন বুবলী।
এবার ছেলের জন্মদিনে এক ফ্রেমে দেখা গেল শাকিব খান ও শবনম বুবলী। তবে পাশাপাশি নয়।
মায়ের কোলে থেকেই কেক কাটল বীর, হাততালি দিয়ে উৎসাহ দিলেন শাকিব খান।