PHOTOS

Shakib-Mimi: মিমিতে মত্ত শাকিব, নায়িকার প্রেমে ঘুম উড়ল সুপারস্টারের!

Shakib Khan | Mimi Chakraborty: শাকিবের প্রেম নিয়ে চর্চার শেষ নেই। ঢালিউড পেরিয়ে তিনি এবার জুটি বেঁধেছেন এপার বাংলার অন্যতম প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে। মিমিকে দেখেই এখন 'উরা ধুরা' লাগছে শাকিবের। ব্যাপার কী? 

 

Advertisement
1/7
শাকিব-মিমি
শাকিব-মিমি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনও অপু বিশ্বাস, কখনও বুবলীর সঙ্গে টানা হিট ছবি দিয়েছেন শাকিব খান। এছাড়াও বাংলাদেশের বেশ কিছু নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তবে এবার শাকিবের নায়িকা এপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। 

 

2/7
শাকিব-মিমি
শাকিব-মিমি

শাকিব ও মিমির নতুন ছবি তুফান। রায়হান রফি পরিচালিত এই ছবিতেই প্রথম জুটি বেঁধেছেন দুই বাংলার দুই সুপারস্টার। 

 

3/7
শাকিব-মিমি
শাকিব-মিমি

কিছুদিন আগেই এসেছিল উরা ধুরা' গানের টিজার এবার পুরো গানটি মুক্তি পেল মঙ্গলবার। 

 

4/7
শাকিব-মিমি
শাকিব-মিমি

টিজার থেকেই এই গানের সুর মনে ধরেছিল শ্রোতাদের। রিলিজ হওয়া মাত্রই ইউটিউবে তুফান এনেছে এই গান। 

 

5/7
প্রীতম
প্রীতম

পুরোদস্তুর এই ডান্স নাম্বারটি গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। সেই সুরে ডান্স ফ্লোরের পারদ চড়ালেন মিমি ও শাকিব। 

 

6/7
শাকিব-মিমি
শাকিব-মিমি

এই গানে সবচেয়ে বেশি নজর কেড়েছে মিমি ও শাকিবের রসায়ন। মিমিতে মত্ত শাকিব যেন চোখ সরাতে পারছেন না মিমির থেকে। 

 

7/7
মিমি
মিমি

আদ্যপান্ত অ্যাকশনে মোড়া এই ছবিতে শাকিব ও মিমির প্রেম কতটা মনে ধরে দর্শকের তা জানা যাবে ঈদুজ্জোহায় ছবির মুক্তির পরেই।





Read More