PHOTOS

West Bengal Weather Update: গভীর নিম্নচাপ নিয়ে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, ভাসবে একাধিক জেলা-সহ কলকাতা...

Bengal Weather: শক্তি বাড়ালো নিম্নচাপ। এই মুহূর্তে এটি গভীর নিম্নচাপে পরিণত। সর্বশেষ উপগ্রহ চিত্র অনুয়ায়ী ওড়িশা উপকূল বরাবর সমুদ্র পৃষ্ঠে সমান্তরাল ভাবে বাংলার দীঘা উপকূলের দিকে অত্যন্ত মন্থর গতিতে শক্তি সঞ্চয় করতে করতে এগোচ্ছে। এরপর আরও একবার বাঁক খেয়ে এটি বাংলাদেশমুখী হবে।

 

Advertisement
1/11

অয়ন ঘোষাল: বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সর্তকতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জল স্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল। গ্রামীণ নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে।

 

2/11

 মৎস্যজীবীদের সতর্কবার্তা। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা ৩১ মে শনিবার পর্যন্ত।

3/11

আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বর্ষা উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতি তে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী দুই দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

4/11

আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দশ জেলাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।

5/11

কাল শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা সাত জেলাতে। পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং হুগলি জেলাতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। কলকাতা-সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা।

6/11

পরশু শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে।

7/11

আজ বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারের দু এক জায়গায়। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।

8/11

শুক্রবার এবং শনিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা বা প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে।

9/11

কলকাতায় বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস।

10/11

কর্ণাটকে প্রবল বর্ষণের আশঙ্কা। কেরালা মাহে এবং নাগাল্যান্ড মনিপুর মিজোরাম ত্রিপুরা তে অতি ভারী বৃষ্টি বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা অসম, মেঘালয়, কর্ণাটক, কঙ্কন গোয়া, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, তেলেঙ্গানা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশাতে। ভারী বৃষ্টি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খন্ড, বাংলা, উত্তরাখণ্ড ও বিদর্ভতে।

11/11

কোঙ্কন উপকূলে এবং দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। ঝড়ের গতিবেগ ৫৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের এই এলাকায় গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের পরিস্থিতি। 





Read More