Shani Amavasya 2025: বছরের প্রথম শনি অমাবস্যা কখন পড়ছে, কখন ছাড়ছে, ভালো করে জেনে নিন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দু শাস্ত্রমতে বছরে ১২ অমাবস্যার মধ্যে শনিবারে পড়া অমাবস্য়া বিশেষ শক্তিশালী।
শনি অমাবস্যায় শনিদেবকে তুষ্ট করে শনির দোষ কাটানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে।
এখন আগামী শনিবার, ২৯ মার্চই শনি অমাবস্যা পড়েছে। বছরের প্রথম শনি অমাবস্যা পড়ছে ২৮ তারিখ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে। শেষ হচ্ছে ২৯ তারিখ বিকেল ৪টে ২৭-এ।
শনি অমাবস্য়ায় শনিদেবকে তুষ্ট করতে শনিদেবে সরষে বা তিল তেল নিবেদন করুন। প্রদীপ জ্বালান।