PHOTOS

Shani on Silver Feet: শনিদেব হাঁটছেন রুপোর পায়ে! সোনার সৌভাগ্যে জ্বলজ্বল করবেন এই রাশির জাতকেরা, বন্যার মতো আসবে টাকা...

Shani Dev | Shani on Silver Feet: সোনা, রুপো, তামা ও লোহা। এই চার পায়ে হেঁটে যান শনিদেব। এখন, এই মার্চে তিনি হাঁটছেন রুপোর পায়ে। কী হচ্ছে এর জেরে?

Advertisement
1/7
রৌপ্য-ভ্রমণ
রৌপ্য-ভ্রমণ

২০২৫ সালের মার্চে তাঁর এই রৌপ্য-ভ্রমণ শুরু, আগামী ২০২৭ পর্যন্ত এমনটা চলবে। আর এর জেরে সোনার রথে চাপবেন কয়েকটি রাশির জাতক-জাতিকারা।

2/7
আড়াই বছর পরে
আড়াই বছর পরে

প্রতি আড়াই বছর ছাড়া-ছাড়া শনিদেব তাঁর স্থান পরিবর্তন করে থাকেন। এই ২০২৫ সালের মার্চে করছেন, আবার করবেন ২০২৭ সালের সেপ্টেম্বরের পরে করবেন। 

3/7
শনি পায়া
শনি পায়া

জ্যোতিষের হিসেবে সব থেকে ধীর গতির গ্রহ হলেন শনিদেব ৷ শনির ঢাইয়া ও সাড়েসাতি দশার প্রভাবে শনির বিভিন্ন পায়াও হয়। সোনা, রুপো, তামা ও লোহার। কোনও রাশির জাতক-জাতিকাদের জন্ম নিউমেরলজির ২, ৫ বা ৯-এর ঘরে যদি থাকেন শনিদেব, তাহলে তাতে তাঁর রুপোর পা তৈরি হয় বলে মনে করা হয়। আর তাতে উপকৃত হন কয়েকটি রাশি।

4/7
মীন রাশি
মীন রাশি

মীন রাশিতে শনি প্রবেশ করছেন। ২০২৭ পর্যন্ত মীন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ভাল সময় আসতে চলেছে ৷ শনির কৃপায় বিশাল লাভের মুখ দেখতে চলেছেন এঁরা৷ বিপুল টাকা হাতে আসবে।

5/7
কুম্ভ রাশি
কুম্ভ রাশি

এই ২০২৫ সালে সুখের মুখ দেখবেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা৷ এঁদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে ৷ বিদেশভ্রমণযোগ হতে পারে। ঘটতে পারে পদোন্নতি। হাতে আসবে টাকা। বেকারদের চাকরিযোগ ৷

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

6/7
কর্কট রাশি
কর্কট রাশি

সমস্ত ব্যর্থতা কেটে গিয়ে উন্নতি আসবে। মীন রাশিতে শনির প্রবেশে সুখের মুখ দেখবেন কর্কট রাশির জাতক-জাতিকারা। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ ঘটতে পারে এঁদের। পরিশ্রমের ফল এবার পাবেন এঁরা।

7/7
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে বিরাজমান শনিদেব ৷ এই কারণেই রুপোর পায়ে চলা শনি এঁদের জীবনে নিয়ে আসতে চলেছেন বিপুল সৌভাগ্য। মনঃসংযোগের সুবিধা হবে। পরিশ্রমের ফল পাবেন৷ মান-সম্মান বাড়বে। সব মিলিয়ে খুব সুখে ও আনন্দে কাটবে এঁদের। আসবে সাফল্য।

 

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)





Read More