Shani Dev Puja Rituals: শনিবার দিনটি শনিদেবতাকে উত্সর্গ করা হয়। এদিন ভক্তিভরে যথাযথ নিয়ম মেনে শনির পুজো করলে তাঁর অশেষ কৃপা পাওয়া যায়। তবে, মনে করা হয়, একবার শনির কুদৃষ্টি পড়লেই রক্ষে নেই!
নীল অপরাজিতা ফুল দিয়ে শনিবার শনিঠাকুরের পুজো করতে হবে।
শনিঠাকুরের পুজোয় তামার পাত্র ব্যবহার করা হয় না। বদলে লোহার পাত্র ব্যবহার করাই বিধি।
পুজোর সময়ে শনির সামনে প্রদীপ জ্বালানোর বিধি নেই। বরং কোনও গাছের তলায়, বিশেষত বটগাছের নীচে দীপ জ্বেলে দিন।
শনিদেবতার পুজোর সময়ে লাল রং ব্যবহার করবেন না। শুধু কালো বা নীল রঙের পোশাক পরুন।
শনিপুজো করতে হয় পশ্চিম দিকে মুখ করে বসে।
শনিদেবতাকে বলা হয় কর্মফলের দেবতা। ন্যায়ের দেবতা। শনি যেমন মানুষকে নীচে ফেলে দেন, তেমনই উপরেও টেনে তোলেন। তাই যাতে শনির আশীর্বাদে উপরে ওঠা যায়, সেই চেষ্টাই সমস্ত ভক্তের করা উচিত।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)