Saturn Transit in Pisces 2025: জানাই ছিল, দোলের পরেই আছে শনির গোচর! এবার এগিয়ে এল সেই সময়। আড়াই বছর পরে পরে শনি এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করেন। ১২ রাশির চক্রটি সম্পূর্ণ করতে শনির সময় লাগে ৩০ বছর।
শনি আসলে কর্মফলের দেবতা। শৃঙ্খলা, কাজ, কেরিয়ারের উপর প্রভাব, দায়িত্ব এবং লক্ষ্যপূরণে সহায়তা করেন তিনি।
কিন্তু শনির গোচরে দু'টি ঘটনাই ঘটে। কোনও কোনও রাশির কপালে দুঃখও নামে। তবে যাঁদের কপালে সুখ নামে তাঁদের জীবন সৌভাগ্যে, সম্পদে, ধনেদৌলতে, টাকা-পয়সায় ভরে ওঠে।
আড়াই বছরের পরের এই শনিগোচরে কাদের কপালে ঝরে পড়বে সুখ? কারা পুষ্ট হবেন শনির আশীর্বাদে? দেখে নিন এক ঝলকে।
কর্কটের সত্যিই খুব খারাপ সময় গিয়েছে। তবে এবার সে সব বাধা পেরিয়ে সুখের মুখ দেখবে। এবার এঁদের ব্যক্তিগত জীবনে এবং পেশাজীবনে নানা সৌভাগ্যের সূচনা ঘটবে। এবার সব কাজেই ভাগ্য এঁদের সহায়তা করবে।
শনির ঢাইয়া (আড়াই বছরের গ্রহ) এঁদের নাজেহাল করে তুলেছিল। এবার একটু ভালো সময় আসবে। এমন একটা সময় আসছে যাতে যে কোনও সময়ে নতুন কিছুর সূচনা হতে পারে এঁদের জীবনে।
মীন রাশিতে শনির উদয়ের ফলে মকর রাশির জাতকদের জীবনেও আসছে শুভ সময়। এঁরা এবার এঁদের কঠোর পরিশ্রমের ফল পাবেন। এঁদের বেতনবৃদ্ধি, চাকরিতে উন্নতি-সহ অন্যান্য ধরনের সুখবর আসবে। আর্থিক উন্নতি হবে মকর রাশির জাতকদের। ব্যবসায়ীদের পক্ষেও সময়টা ভালো। এঁদে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবার সফল হবে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)