Shani: শনিকে ক্ষতিকর এবং নিষ্ঠুর গ্রহ হিসেবে দেখানো হয়। তবে, জ্যোতিষীরা বলে থাকেন, এ ধারণা ভুল। শনি 'কর্মের প্রভু'। কর্ম দিয়েই শনিকে সন্তুষ্ট করতে হয়।
শনি মন্ত্র বা শনি স্তোত্রম জপ করলে শনির দোষ কাটানো যায়।
শনি কর্মফল দেন। তাই শনিকে তুষ্ট করতে কর্ম করে যেতে হয়।
শনিবার সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালালে খুশি হন শনি।
শনিবার কালো পোশাক পরা ভালো, কালো কম্বল দান করা ভালো।
কালভৈরব শিবের একটি রূপ। শনিবার এই কালভৈরবের আরাধনা করলে শনি সন্তুষ্ট হন।
আমিষ খাবার থেকে দূরে থাকলে এবং নেশাবস্তু থেকে দূরে থাকলে সেই ব্যক্তির উপর খুশি হন শনিদেবতা।
শনিবার হনুমান চালিশা পাঠ করলেও শনিদেব প্রসন্ন হন।