PHOTOS

Shani Jayanti 2025: ২৬, না, ২৭ মে, কবে পালিত হবে শনি জয়ন্তী? কখন পড়ছে শুভ মুহূর্ত? জেনে নিন, এই লগ্নে শনিকে তুষ্ট করতে কী কী করতেই হবে...

Shani Jayanti 2025: তৈরি হয়েছে সংশয়। কবে শনি জয়ন্তী? জ্যৈষ্ঠ অমাবস্যায় শনি জয়ন্তী। কিন্তু কবে পালিত হবে তিথিটি? কেননা অমাবস্যা তিথি তো দুদিন ধরেই পড়েছে।

Advertisement
1/6
সূর্য-ছায়া
সূর্য-ছায়া

শনির পিতার নাম সূর্য, মাতার নাম ছায়া। শনির জন্ম জ্যৈষ্ঠ অমাবস্যায়। যে জ্যৈষ্ঠ অমাবস্যা পড়েছে ২৬ মে ও ২৭ মে জুড়ে। তবে জ্যোতিষবিদেরা তথা পঞ্জিকা বিশারদেরা মনে করছেন, এ বছর শনি জয়ন্তী পালিত হবে আগামী ২৭ মে।

2/6
২৬ মে ও ২৭ মে
২৬ মে ও ২৭ মে

২৬ মে সোমবার সকাল ১০টা ৫৪ মিনিটে অমাবস্যা শুরু হবে। অমাবস্যা থাকবে পরদিন ২৭ মে সকাল ৮টা ৩২ মিনিট পর্যন্ত। তবে যেহেতু সূর্যোদয় পাওয়া যাচ্ছে ২৭ মে, সেহেতু ২৭ মে-ই পালিত হবে শনি জয়ন্তী। অবশ্য ২৬ মে শ্রাদ্ধকর্মও করা যাবে।

3/6
শুভ মুহূর্ত
শুভ মুহূর্ত

তবে, এর আবার একটি শুভ মুহূর্তও আছে-- সকাল ৯টা ০১ থেকে সকাল ১০টা ৪০ মিনিট!

4/6
শনিদেবকে তুষ্ট করতে
শনিদেবকে তুষ্ট করতে

এই দিন শনিদেবকে তুষ্ট করতে পুজো করতে হবে। এই দিন শনিকে তুষ্ট করলেই শনির রোষদৃষ্টি থেকে মুক্তি মিলবে। মিলবে শনির সাড়েসাতি দশা থেকে মুক্তিও। 

5/6
দানধ্যান
দানধ্যান

দানধ্যান করুন। এবং সবচেয়ে বড় কথা দরিদ্র মানুষকে সেবা করুন। শনিজয়ন্তীর দিনে কাউকে লোহা দান করলে শনির দারুণ কৃপা লাভ হয়।

6/6
তেল দান
তেল দান

আরও একটি বিষয় আছে। সেটা হল তেল দান। সঙ্গে কালো কাপড়। এদিন ভক্তেরা উপবাস রাখলে ভালো। শনি সদা সর্বদা কর্ম দেখেন। কর্ম দেখে তিনি শুভাশুভ ফল দেন।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)





Read More