PHOTOS

Shanidev: মে মাসে কি শনির কৃপা পাবেন না? জড়িয়ে পড়বেন সাড়সাতির জালে? রুষ্ট শনির রোষে কাদের জীবন জর্জরিত?

Shanidev And Sadesati: মে মাস পড়তে না পড়তেই শনির প্রভাব পড়ে শুরু করেছে। এর জেরে অনেককেই একটু সতর্ক থাকতে হবে। জেনে নিন কাদের।

Advertisement
1/10
২০২৫
 ২০২৫

নতুন বছর ২০২৫ পড়ার আগে থেকেই গ্রহ-সংস্থানের নানা সুখবর আসছিল। শোনা যাচ্ছিল, বহু দিন পরের এক বিরল গ্রহযোগ ঘটবে। ৩০ বছর পরে মীন রাশিতে সূর্য, শনি ও শুক্রের সংযোগ তৈরি হতে চলেছে ৷ 

2/10
সাফল্য-শান্তি-সমৃদ্ধি
সাফল্য-শান্তি-সমৃদ্ধি

এটাকে বলা হচ্ছে, ত্রিগ্রহী যোগ। এই যোগের ফলে এবার অর্থের বৃষ্টি হবে কিছু কিছু রাশির জাতক-জাতিকাদের মাথায়। শুধু টাকাই নয়, সামগ্রিক ভাবেই এঁদের জীবন সাফল্যে-শান্তিতে-সমৃদ্ধিতে ভরে উঠবে। এই যোগের ফলে কয়েকটি রাশির ভাগ্যের চাকা ঘুরবে ৷

3/10
যোগে যোগ
যোগে যোগ

তবে শুধু এই একটি যোগই নয়। এই কমাস জুড়ে আরও নানা শুভ যোগ তৈরি হয়েছে। তৈরি হয়েছে নানা রাজযোগ। গজকেশরী, নবপঞ্চম যোগের মতো শুভ ও বিরল যোগ। 

4/10
১২টি রাশির উপরই
১২টি রাশির উপরই

সে সবের জেরে ১২টি রাশির উপরই নানা প্রভাব পড়বে-- শুভ কিংবা অশুভ। আবার বিশেষ কয়েকটি রাশির জাতক-জাতিদাদের উপর বিশেষ করে শুভ কিংবা বিশেষ করে অশুভ প্রভাবের বিষয়ও আছে এর মধ্যে। 

5/10
শনিদেব
শনিদেব

তবে সেসব আলাদা প্রসঙ্গ। সারা বছর আসলে যে বিষয়টি  নিয়ে সাধারণ মানুষ সব থেকে চিন্তিত থাকেন, সেটি হল শনিদেবের আশীর্বাদ বা অভিশাপ।

6/10
মে মাসে
মে মাসে

যেমন, এই মে মাস। সদ্য পড়ল মাসটি। এখনই সকলের মাথায় চিন্তা ঢুকেছে, এই মাসে তাঁদের উপর শনির কৃপাদৃষ্টি থাকবে, না কি থাকবে না?

7/10
শনি-দৃষ্টি
শনি-দৃষ্টি

শোনা যাচ্ছে, মে মাসে বেশ কয়েকটি রাশির জাতককে শনির বিষয়ে সতর্ক থাকতে হবে। এই সময়েই গ্রহদের দ্বারা গঠিত যোগগুলির মধ্যে সিদ্ধি যোগ রয়েছে। হিন্দু জ্যোতিষে শনি গ্রহকে মূলত দুঃখ, পীড়া, বিজ্ঞান, লোহা, খনিজ তেল, কর্মচারী, সেবক, জেল প্রভৃতির কারক গ্রহ বলে মনে করা হয়। এই জন্য শনিদেবের চালে বদল ঘটলে অনেক সময়েই পরিবর্তন লক্ষ্য করা যায়।

8/10
সিংহরাশি
সিংহরাশি

মে মাসে সিংহ রাশির জাতকজাতিকাদের সাবধানে থাকতে হবে। এঁদের মানসিক চাপ বাড়বে। এঁদের কাজে বাধা আসবে, সমস্যা দেখা দিতে পারে। এঁরা কোর্ট-কাছারির ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

9/10
কুম্ভ রাশি
কুম্ভ রাশি

এই মে মাসে শনির জন্য কুম্ভ রাশির জাতকদের কর্মজীবনে আসবে বদল। এই সময়টায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন। আলস্য ত্যাগ করে জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করুন।

10/10
মীন রাশি
মীন রাশি

এই সময়ে শনি মীন রাশিতে গমন করেছেন, তাই মীন রাশির জাতকদের জন্য এটি কঠিন সময়। মনোবল ঠিক রাখুন। এই সময়টায় আর্থিক অবস্থার অবনতি হবে। ঠান্ডা থাকুন, রাগ দেখাবেন না। রাগ থেকে নিজেকে দূরে রাখুন।

 

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)





Read More