Shani in Uttara Bhadrapada Nakshatra: গত মাসে মীন রাশিতে গোচর করেছেন শনি। এবার নক্ষত্র বদল করতে চলেছে তিনি। আগামী ২৮ এপ্রিল শনি উত্তরভাদ্রপদ নক্ষত্রে আসছেন। কী হবে এর ফলে?
উত্তরভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ স্বয়ং শনিই। ৩ অক্টোবর পর্যন্ত শনি এই নক্ষত্রেই অবস্থান করবেন। নিজের ঘরে বিরাজ করবেন বলে ওই সময়ে আরও ক্ষমতা বাড়বে তাঁর।
শনির নক্ষত্র পরিবর্তনে পদোন্নতি হতে পারে বৃষ রাশির। এঁদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতিও হবে। বিবাহযোগ।
লাভবান হবেন মিথুন রাশির জাতকেরাও। চাকরিতে সমস্যা মিটবে। আয় বাড়বে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
কর্কট রাশির জাতকদের এই সময়ে উপার্জন বাড়বে, সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আগের বিনিয়োগ থেকে আর্থিকলাভ ঘটবে।
২৮ এপ্রিল থেকে সম্পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে এঁদের। চাকরি পেতে পারেন এঁরা। এই সময়ে এঁদের প্রতিভার বিকাশও ঘটবে।
কুম্ভ রাশির জাতকদের কর্মে পদোন্নতির যোগ। এই সময়ে এঁদের ব্যাংক ব্যালান্স বাড়তে পারে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)