PHOTOS

Lord Shani: শনি-শুক্রের যুতি! বড়ঠাকুরের অশেষ কৃপায় সৌভাগ্যের জোয়ারে ভাসবেন এই রাশির জাতকেরা...

Shani Dev | Shani Shukra Yuti: মানবজীবনে কর্মফলদাতা শনিদেব, আর নানা সৌভাগ্যের সূচক শুক্র। এবার এই শনি-শুক্রের যুতি। একেবারে মণিকাঞ্চনযোগ!

Advertisement
1/6
বিপুল সৌভাগ্য়
বিপুল সৌভাগ্য়

এই শনি-শুক্র যুতিতে বিপুল সৌভাগ্য়ের অধিকারী হবেন মেষ রাশির জাতক-জাতিকারা। তাঁদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো হবে। এঁদের কেরিয়ারও খুব ঠিকঠাক চলবে।

2/6
নতুন আয়ের উৎস
নতুন আয়ের উৎস

এর জেরে মেষ রাশির জাতকদের কোথাও যেতে হতে পারে, মূলত কাজের সূত্রে। এঁদের আয়ের নতুন  উৎস খুলবে।

3/6
সম্মান তুঙ্গে
সম্মান তুঙ্গে

শনি-শুক্রের সংযোগে দারুণ লাভবান হবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। এঁদের সম্মান তুঙ্গে থাকবে। ব্যবসা বিস্তার লাভ করবে। 

4/6
ধনলাভের সুযোগও
ধনলাভের সুযোগও

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের নতুন নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে। আয় বাড়বে। ধনলাভের সুযোগও রয়েছে। দাম্পত্যজীবন ভালো হবে।

5/6
ছায়াসঙ্গী সৌভাগ্য
ছায়াসঙ্গী সৌভাগ্য

এই যুতি মিথুন রাশিকেও তুলবে। এঁরা এ সময়ে সব কাজে সাফল্য পাবেন। সৌভাগ্য যেন এঁদের সঙ্গে সঙ্গে ঘুরবে। এঁদের বহু অপূর্ণ ইচ্ছা এ সময়ে পূরণ হবে।

6/6
কর্মোন্নতি
কর্মোন্নতি

মিথুন রাশির যাঁরা পড়ুয়া, তাঁদের জীবনেও ব্যাপক সাফল্য আসবে। কর্মে উন্নতিযোগ রয়েছে। রয়েছে দূর ভ্রমণযোগও।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)





Read More