Shani Dev | Shani Trayodashi 2025: জানেন, শনিপুজোয় কী কী করতে নেই? বছরের প্রথম দিকেই জেনে নিন, শনিদেবের পুজোর ক্ষেত্রে কী কী করতে নেই, হলে কীভাবে তাঁর রোষ নেমে আসবে আপনার উপর।
এর মধ্যে একটু শনিত্রয়োদশীর দিকে খেয়াল রাখুন। যখনই কোনও শনিবারে প্রদোষ ব্রত পালিত হয়, তখনই সেটি শনিত্রয়োদশী। সেটা খুব বিশিষ্ট শনিবার হয়ে দাঁড়ায়। যেমন, সামনের শনিবার। ১১ জানুয়ারি। এদিন শনিত্রয়োদশী। এই শনি ত্রয়োদশীতে শনিকে অবশ্যই তুষ্ট করার চেষ্টা করতে হবে। তবে এমনিতেই জেনে রাখুন কী কী করলে বা, কী কী না করলে শনি তুষ্ট হন।
শনির দিকে কখনও পিছন ফিরে দাঁড়াবেন না। পুজো দেওয়া হয়ে গেলে শনির দিকে পিছন ফিরে যাবেন না, বরং বড়ঠাকুরের দিকে মুখ করে কয়েক পা আগে পিছিয়ে যান।
শনিদেবকে অবশ্যই তেল নিবেদন করুন। তবে কক্ষনো তামার পাত্রে নয়। শনিকে তৈল নিবেদন করতে হয় লোহার পাত্রে। তবেই পুরোপুরি খুশি হন বড়ঠাকুর।
সরাসরি কখনও শনিদেবের দিকে তাকাবেন না। যাকে বলে 'আই কনট্যাক্ট', সেটা কখনও শনির সঙ্গে করবেন না। তিনি রেগে যান। সব সময় শনির পায়ের দিকে তাকান। কখনও চোখে চোখ পড়ে গেলে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিন।
শনিপুজোর ক্ষেত্রে পোশাকটা একটা বড় ব্যাপার। পুজো দেওয়ার সময়ে কখনও লাল রঙের পোশাক পরবেন না। শনিদেবকে খুশি রাখতে হলে কালো বা ঘন নীল রঙের পোশাক পরুন।
যখন শনিদেবের পুজো দেবেন, তখন আপনার মুখটা কোন দিকে থাকছে সেটা খেয়াল রাখুন। আমরা সাধারণত পূর্বমুখে দেবতাদের আরাধনা করি। কিন্তু শনির ক্ষেত্রে বিষয়টা উল্টো। সবসময় পশ্চিম দিকে মুখ ফিরিয়ে তাঁর পুজো করুন। কেননা, শনিকে মনে করা হয় 'লর্ড অফ দ্য ওয়েস্ট'। ফলে পুজোর সময়ে দিকনির্দেশিকা মাথায় রাখতেই হবে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)