PHOTOS

Lord Shani Zodiacs 2025: ২০২৫-য়ে শনির রোষে কারা? জেনে নিন, কোন কোন রাশি পড়তে পারেন ক্রুদ্ধ শনির কোপে...

Shani Dev | Lord Shani: ক্রিসমাস (Christmas) চলে গেলে নিউ ইয়ার (New Year) কি খুব দূরে থাকতে পারে? আর কদিন পরেই ইংরেজি নববর্ষ। এখনই জেনে নিন, বড়ঠাকুরের (Borothakur) কৃপা কাদের উপর ঝরে পড়বে না। না হলে, কী ঘটবে তাঁদের?

Advertisement
1/6
কর্মফলের দেবতা
কর্মফলের দেবতা

শনি (Lord Shani) কর্মফলের দেবতা। কর্মফল দেন। কে না জানে, যেমন কর্ম, তেমন ফল। অনেকেই শনিঠাকুরকে তাই একটু নিষ্ঠুর বলে মনে করেন। কারণ, মানুষ তো সব সময় পুণ্যের কাজ করে না, বরং উল্টোটাই করে বেশি। ফলে, তাদের ভোগান্তিও ঘটে। 

2/6
কুম্ভ থেকে মীনে
কুম্ভ থেকে মীনে

শনি একটি রাশিতে মোটামুটি আড়াই বছর থাকেন। এখন শনি আছেন কুম্ভ রাশিতে (Aquarius)। সেখানে থাকবেন আগামী ২৯ মার্চ পর্যন্ত। পরে মীনে (Pisces) প্রবেশ করবেন।

3/6
শনির অভিশাপ?
শনির অভিশাপ?

২০২৫ সালের ২৯ মার্চের পরে শনি কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছেন। ২০২৭ সালের ৩ জুন পর্যন্ত সেখানেই থাকবেন। এর ফলে ২০২৫ (2025) জুড়ে ও তার পরবর্তী সময়ে কোন কোন রাশি শনির কৃপায় থাকবেন সৌভাগ্যের চূড়ায়, বা কারা কারা পড়বেন তাঁর দারুণ রোষে, এসব জানতে সকলেই আগ্রহী। আসুন, দেখে নেওয়া যাক, কারা কারা কুড়োতে পারে শনির অভিশাপ।

4/6
মেষ
মেষ

শনির গোচরের পর মেষ রাশিতে শুরু হবে শনির সাড়েসাতি দশা। মেষ রাশির জাতক জাতিকাদের ২৯ মার্চের পরে তাই বেশ সতর্ক থাকতে হবে। নতুন ইংরেজি বছর মেষ রাশির জাতকদের পক্ষে বেশ কঠিন হবে।

5/6
সিংহ
সিংহ

ঝামেলায় পড়তে পারেন সিংহ রাশির জাতক-জাতিকারাও। এঁদের উপর শনির কু-প্রভাব পড়া শুরু হবে এ বছরে। এই দু'টি রাশির জাতক-জাতিকাদের ২৯ মার্চের পরে অর্থসংক্রান্ত বিষয়-সহ নানা ক্ষেত্রে সতর্ক থাকা দরকার।

6/6
ধনু
ধনু

সংকটে পড়তে পারেন ধনু রাশির জাতক-জাতিকারাও। এঁদের উপরও শনির নেতিবাচক প্রভাব শুরু হবে। ২০২৫ সালের ২৯ মার্চের পরে নানা বিষয়েই এঁদের সতর্ক হওয়া জরুরি।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)





Read More