Shani's Special Boon on Some Zodiac Signs: জানা গিয়েছে, আগামী নভেম্বর পর্যন্ত শনিদেবের অপার কৃপা বজায় থাকবে! কেননা শনি অচিরেই বক্রী হচ্ছেন! কারা এজন্য সৌভাগ্যমণ্ডিত হবেন? প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় পরপর নিজের অবস্থান পাল্টে ফেলে। আর এর ফলে একাধিক রাশিতে একাধিক প্রভাব পড়ে। শনির ক্ষেত্রেও তাই।
জ্যোতিষে যে কোনও গ্রহের প্রতিগ্রহণকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে মনে করা হয়। একে রেট্রোগ্রেড বা পশ্চাদাপসারণও বলে। গ্রহদের এই প্রতিগ্রহণ প্রতিটি রাশির উপরই বিশেষ প্রভাব ফেলে। যেমন ঘটতে চলেছে আগামী ১৩ জুলাই।
কী হবে ওই দিন? ১৩ জুলাই শনির গতি পরিবর্তন হতে চলেছে। ওই দিন শনি মীন রাশিতে বক্রী রূপে অবস্থান করবেন। শনি আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবেন। এর পরে, শনি আবার প্রত্যক্ষ হবেন।
এরপরে, শনি আবার প্রত্যক্ষ হবেন। ভারতীয় জ্যোতিষে শনির অতি বিশেষ স্থান রয়েছে। শনি শুভ হলে সেই ব্যক্তির জীবন উজ্জ্বল হয়ে ওঠে। এবারে শনির এই প্রতিগ্রহণে নভেম্বর পর্যন্ত বেশ কিছু রাশির ক্ষেত্রে শুভ ফল মিলবে। এর জেরে কারা কারা সৌভাগ্যের তুঙ্গে উঠে বসে থাকবেন?
শনির পশ্চাদাপসারণে এই রাশির সামনে আসবে আয়বৃদ্ধির মহা সুযোগ। যাঁরা ব্যবসায়ী তাঁদের ব্যবসায় লাভ হবে। আগের কোনও বিনিয়োগ এখন ভালো রিটার্ন দেবে। কাজের বাধা দূর হবে।
কন্যা রাশির হাতেও শনির কৃপায় আসবে বিপুল টাকা। সংসারে সুখ আসবে, ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। আকস্মিক কোনও আর্থিক লাভ ঘটতে পারে। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া তৈরি হবে।
শনির বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশিরও সম্পদবৃদ্ধির তুমুল সম্ভাবনা। কাজের সব বাধা দূর হবে। ব্যবসা বাড়বে। সময়টা চাকরিজীবীদের জন্যও ভালো। এঁদের মানসিক চাপ কমবে।
শনির এই প্রতিগ্রহণের সঙ্গে সঙ্গে ধনুর পেশাজীবনে বিপুল শুভসূচনা ঘটবে। এঁদের দাম্পত্যজীবনে সুখ আসবে, আত্মবিশ্বাস আসবে। আর্থিক দিক জোরদার হবে। স্বাস্থ্যও ভালো থাকবে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)