১ টাকায় লুচি মেলে শান্তিপুরে। জনি নামক এক বিক্রেতা নতুন হাটে মাত্র ১ টাকা প্রতি পিসে লুচি বিক্রি করেন। সঙ্গে দেন তরকারি এবং স্যালাড।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্তমান সময়ে সমস্ত জিনিসের দামই আকাশ ছোঁয়া। তবে এর মধ্যে থেকেই এখনও ১ টাকায় লুচি মেলে শান্তিপুরে।
শান্তিপুরের জনি নামক এক বিক্রেতা নতুন হাটে মাত্র ১ টাকা প্রতি পিসে লুচি বিক্রি করেন। সঙ্গে দেন তরকারি এবং স্যালাড।
কেউ চাইলে খেতে পারেন একটা লুচিও, আবার চাইলে খেতে পারেন ১০টাও। বিক্রির উপরে লাভ রেখেই এই জিনিস তিনি দেন বলে জানান।
কারণ জানতে চাইলে তিনি বলেম, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যতদিন বেঁচে থাকবেন ততদিন এই দামেই লুচি বিক্রি করবেন তিনি।
গত ২৪ বছর ধরে ১ টাকা দামেই লুচি বিক্রি করছেন জনি নামক এই বিক্রেতা। সঙ্গ দিয়েছেন তাঁর বাবা।
স্বাভাবিক ভাবেই এরকম লোভনীয় অফার ছাড়তে চাননা কেউই। তাই তাঁর দোকানে ভিড় থাকে সবসময়।
এমনকি ফুড ভ্লগারদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো।