Shefali Jariwala: ১৯৭২ সালের সিনেমা 'সমাধি'র সুপারহিট গান ছিল-'কাঁটা লাগা। যা গেয়েছিলেন লতা মঙ্গেশকর, মিউজিক ছিল আরডি বর্মণের। ৩০ বছর পর 'কাঁটা লাগা'-র রিমিক্স করেছিলেন ডিজে ডল। রিমিক্সও দুরন্ত জনপ্রিয় হয়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেফালি জরিওয়ালার মৃত্যুতে স্বভাবতই খুব ভেঙে পড়তে দেখা গিয়েছে স্বামী পরাগ ত্যাগীকে। মাত্র ৪২ এই চলে গেলেন কাঁটা লাগা গার্ল।
তবে পরাগ কিন্তু শেফালির প্রথম স্বামী নয়। শেফালি জারিওয়ালার প্রথম স্বামী ছিলেন 'মিট ব্রাদার্স'-এর গায়ক হরমিত সিং। প্রথম বিয়ে ভাঙার পর অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে ঘর বেঁধেছিলেন শেফালি।
২০০৪ সালে পঞ্জাবি গায়ক হরমিত সিংকে বিয়ে করেন শেফালি। কিন্তু বিয়ের একমাস না কাটতেই শেফালির উপর দৈহিক ও মানসিক অত্যাচার শুরু করেন হরমিত।
সহ্যের সীমা ছাড়ালে ২০০৯ সালে বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য তিনি। এরপর তাঁর জীবনে আসেন পরাগ ত্যাগী। গাজিয়াবাদের ছেলে, টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেন ‘পবিত্র রিশতা’-তে ‘বিনোদ করঞ্জকর’-এর চরিত্র দিয়ে।
২০১৪ সালে পরাগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেফালি। যদিও তাঁর আগে প্রায় ৪ বছর প্রেম পর্ব চলে তাঁদের।
শেফালি জনপ্রিয় কাঁটা লাগা গানের কারণেই। বিগবসের সবথেকে জনপ্রিয় সিজন ১৩-র প্রতিযোগীও ছিলেন তিনি। তখন ফের লাইমলাইটে আসেন।
শুক্রবার মধ্যরাতে মাত্র ৪২ বছর বয়সেই প্রয়াত হন জনপ্রিয় অভিনেত্রী শেফালি জরিওয়ালা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।
অভিনেত্রীর স্বামী এবং তিন বন্ধু তাকে হাসপাতালে নিয়ে আসে। ইর্মাজেন্সি চিকিত্সা ঘরে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
তবে ANI-কে মুম্বই পুলিসের এক কর্মকর্তা জানান, শেফালিকে শুক্রবার রাতেই তাঁর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়।
বলিউডের জাঁকজমক এবং গ্ল্যামারের মধ্যেও শেফালি কিন্তু ছিলেন দুরন্ত ফিট। সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা করতেন। তিনি ছিলেন ফিটনেসের উদাহরণ। যদিও শেফালি গোপনে মৃগীরোগের সঙ্গে লড়াই করেছিলেন।