Shefali Jariwala Death: মাত্র ৪২ বছরে শেফালীর চলে যাওয়া মানতে পারছে না তাঁর পরিবার থেকে শুরু করে বন্ধু-বান্ধব, অনুরাগীরা। প্রার্থনা সভায় মেয়ের মালা সাজানো ছবি দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না শেফালীর বাবা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। যা দেখে কাঁদছে গোটা নেটপাড়া।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ৪২ বছরে শেফালীর চলে যাওয়া মানতে পারছে না তাঁর পরিবার থেকে শুরু করে বন্ধু-বান্ধব, অনুরাগীরা।
শেফালীর শেষকৃত্যে ভেঙে পড়েছিলেন তাঁর স্বামী পরাগ ত্যাগী, অসুস্থ হয়ে পড়েছিলেন মা।
সেদিন আর মেয়ের শেষকৃত্যে সামিল হননি শেফালীর বাবা। তবে মেয়ের প্রার্থনা সভায় ভেঙে পড়লেন তিনি।
মালা দিয়ে সাজানো ৪২ বছরের মেয়ের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন শেফালীর বাবা। সেখানে উপস্থিত শেফালীর স্বামী জড়িয়ে ধরেন তাঁর শ্বশুরমশাইকে। মাথায় হাতও বুলিয়ে দেন।
জামাই শ্বশুরের এই ভিডিয়ো, মেয়ের জন্য বাবার এই আর্তি দেখে চোখে জল ধরে রাখতে পারেনি নেটপাড়াও। ভাইরাল সেই ভিডিয়ো।
শেফালীর শেষযাত্রায় তাঁর নশ্বর দেহকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন পরাগ। সবাইকে অনুরোধ করেছিলেন, তাঁকে একা ছেড়ে দেওয়ার জন্য।
উপোস থাকাকালীন অ্যান্টি এজিং ইনজেকশন নেওয়ায় কার্ডিয়াক অ্যারেস্ট হয় শেফালীর। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
শেফালীর শেষযাত্রায় উপস্থিত ছিলেন তাঁর কাছের বন্ধু হিন্দুস্তানি ভাউ, শেহনাজ গিল, আরতি শর্মা, মিকা সিং, পারস ছাবড়া, সুনিধি চৌহান সহ আরও অনেকে।