PHOTOS

Shehnaaz Gill Photo: আমূল বদলে ফেলেছেন নিজেকে, রেট্রো লুকে মোহময়ী শেহনাজ

Advertisement
1/7
পরিবর্তন
পরিবর্তন

নিজস্ব প্রতিবেদন: বিগ বস সিজন ১৩-এ যে শেহনাজ গিল অংশগ্রহণ করেছিল আর এখন যে শেহনাজ গিলকে পর্দায় দেখা যায়, তাদের মধ্যে বিস্তর ফারাক। 

 

2/7
শেহনাজ
শেহনাজ

পাঞ্জাবের শেহনাজ এখন বিটাউনের শেহনাজ। সম্প্রতি দিলনাজ দোসাঞ্জের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেন তিনি। 

 

3/7
আমূল বদল
আমূল বদল

প্রেমিক সিদ্ধার্থ শুক্লার তত্ত্বাবধানেই নিজের লুকে আমূল বদল এনেছিলেন শেহনাজ। 

 

4/7
পুরনো ছন্দে
পুরনো ছন্দে

সিদ্ধার্থ চলে যাওয়ার পর নিজেকে কয়েকদিন গুটিয়ে নিয়েছিলেন শেহনাজ। বর্তমানে আবারও ফিরেছেন পুরনো ছন্দে। 

 

5/7
ডাব্বু রতনানির ক্যামেরাবন্দি
ডাব্বু রতনানির ক্যামেরাবন্দি

সম্প্রতি ডাব্বু রতনানির ক্যামেরাবন্দি হলেন শেহনাজ। 

 

6/7
রেট্রো লুকে
রেট্রো লুকে

রেট্রো লুকে শেহনাজকে চেনা দায়। মাল্টি কালারের ফ্রকের সঙ্গে মানানসই হেয়ার ব্যান্ডে শেহনাজ হয়ে উঠেছেন মোহময়ী। 

 

7/7
মুগ্ধ
মুগ্ধ

শেহনাজের ছবি দেখে অবাক ফ্যানেরা। অনেক নেটিজেনই তাঁর এই পরিবর্তনে মুগ্ধ





Read More