Muhammad Yunus vs Sheikh Hasina:'পুলিসের গুলিতে ছাত্র মরেনি, ইউনুস নিজেই এই হত্যাকাণ্ডে জড়িত', বিস্ফোরক দাবি হাসিনার। এখানেই শেষ নয়। ইউনূসকে ‘ক্ষমতালোভী হাঙর, অর্থলোলুপ, স্বার্থপর, স্বার্থান্বেষী সুদখোর’বলে আক্রমণ আওয়ামী লীগ নেত্রীর। হাসিনার আরও দাবি, 'বাংলাদেশের ইতিহাস মুছে দিচ্ছে, হাসপাতাল-কৃষি- শিল্প কারখানা ধ্বংস করছে ইউনূস'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের মানুষদের পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার এক ভার্চুয়াল ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।
ইউনূসকে ‘ক্ষমতালোভী হাঙর, অর্থলোলুপ, স্বার্থপর, স্বার্থান্বেষী সুদখোর’ বলে আক্রমণ করেন হাসিনা। তিনি ক্ষমতার লোভে বিদেশি শক্তির সঙ্গে মিলে বাংলাদেশের সর্বনাশের ছক এঁকেছেন, দাবি করেন হাসিনা।
আওয়ামী লীগের নেত্রী বলেন, 'মনে রাখবেন, আপনি যদি আগুন নিয়ে খেলেন, সেই আগুন আপনাকেও পোড়াবে'।
এদিন হাসিনা বলেন, ‘‘বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চিহ্ন মুছে ফেলা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের মানুষ যাতে না ভোলে, সে জন্য সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছিলাম। সেগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। এর জবাব কি দিতে পারবেন ইউনূস?’’
কোটা সংস্কার আন্দোলনের মুখ হয়ে ওঠা ছাত্রনেতা আবু সইয়দের মৃত্যু নিয়েও প্রশ্ন তোলেন হাসিনা। পুলিসের সঙ্গে সংঘর্ষে মারা যান তিনি। হাসিনা দাবি করেন, “পুলিশ শুধু রাবার বুলেট ব্যবহার করেছে, ধাতব গুলি নয়। তাঁর মাথায় পাথর লেগেই মৃত্যু হয়েছে।”
ছাত্রনেতার খুনের পিছনে রয়েছেন ইউনূসই। দাবি হাসিনার। তিনি বলেন, '৭.৬২ মিমি গুলির উৎস খুঁজতে গিয়ে এক কর্মকর্তা বদলি হন কারণ ইউনুস নিজেই এই হত্যাকাণ্ডে জড়িত'।
হাসিনার দাবি, দেশকে ধ্বংস করছে ইউনূস। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “শিল্প-কারখানা বন্ধ হচ্ছে, আওয়ামী লীগ নেতাদের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, পুলিশ হত্যা করা হচ্ছে আর নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এই ফ্যাসিস্ট ইউনুস আমাদের দেশকে ধ্বংস করছে।
হাসিনা আরও বলেন, "হাসপাতাল, হোটেল, কৃষি—সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। দেশের জনগণের জীবিকা বিপন্ন। আমি চুপ করে থাকতে পারি না।”