PHOTOS

Farhan-Shibani: শিবানি এখন ফারহানের 'সমস্যা', এ কী বললেন কাছের বন্ধু রিয়া চক্রবর্তী!

Advertisement
1/7
ফারহান শিবানির বিয়ে
ফারহান শিবানির বিয়ে

নিজস্ব প্রতিবেদন: রিয়া চক্রবর্তীর কাছের বন্ধ, প্রিয় বন্ধু শিবানি দান্ডেকর সম্প্রতি বিয়ে করলেন পরিচালক অভিনেতা ফারহান আখতারকে। 

 

2/7
মিস্টার ও মিসেস আখতার
মিস্টার ও মিসেস আখতার

তাঁদের বিয়ের ছবি শেয়ার করে মিস্টার ও মিসেস আখতারকে শুভেচ্ছা জানালেন রিয়া। 

 

3/7
রিয়ার শুভেচ্ছা
রিয়ার শুভেচ্ছা

তিনি লেখেন, 'ভালোবাসা খুবই ছোঁয়াচে। ধন্যবাদ তোমাদের বিশেষ দিনে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য।'

 

4/7
শিবানিকে বার্তা
শিবানিকে বার্তা

শিবানির উদ্দেশ্যে রিয়া লেখেন,'তুমি বিশ্বের সবচেয়ে সুন্দরী কনে। তোমাকে অনেক ভালোবাসা।'

 

5/7
ফারহানকে বার্তা
ফারহানকে বার্তা

ফারহানের উদ্দেশ্যে রিয়ার বার্তা,'শিবানি এখন তোমার সমস্যা। আগামীর জন্য অল দ্য় বেস্ট। অনেক ভালোবাসা।' মজা করেই এই বার্তা দিয়েছেন নায়িকা।

 

6/7
সম্পর্কে সিলমোহর
সম্পর্কে সিলমোহর

গত চারবছর ধরে সম্পর্কে রয়েছেন শিবানি ও ফারহান। অবশেষে সেই সম্পর্ককেই সিলমোহর দিলেন তাঁরা। 

 

7/7
বিয়ের আসর
বিয়ের আসর

খান্ডালায় পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে খ্রিষ্টান মতে বিয়ে করেন ফারহান ও শিবানি। 





Read More