PHOTOS

Shikhar Dhawan: 'জার্নি শেষ', ফ্যান-দের কাঁদিয়ে আচমকাই আলবিদা 'গব্বরে'র!

Shikhar Dhawan announces retirement: আন্তর্জাতিক ও ঘরোয়া কোনও ক্রিকেট মাঠেই আর দেখা যাবে না 'গব্বর'কে।

Advertisement
1/6
অবসর ঘোষণা ধাওয়ানের!
অবসর ঘোষণা ধাওয়ানের!

অর্কদীপ্ত মুখার্জি: ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় দলের ‘গব্বর’ শিখর ধাওয়ান। এক দশকের ক্রিকেট ক্যরিয়ারে দাঁড়ি টানলেন ধাওয়ান।

2/6
অবসর ঘোষণা ধাওয়ানের!
অবসর ঘোষণা ধাওয়ানের!

শনিবাসরীয় সকালে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন ভিডিয়ো বার্তা পোস্ট করে ক্রিকেটকে আলবিদা জানান ধাওয়ান। 

3/6
অবসর ঘোষণা ধাওয়ানের!
অবসর ঘোষণা ধাওয়ানের!

ধাওয়ান লিখেছেন, "আমি যখন আমার ক্রিকেট জার্নির এই অধ্যায় শেষ করছি, তখন আমার সাথে আমি অগণিত স্মৃতি ও কৃতজ্ঞতা নিয়ে যাচ্ছি। ভালবাসা এবং সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ! জয় হিন্দ!"

 

4/6
অবসর ঘোষণা ধাওয়ানের!
অবসর ঘোষণা ধাওয়ানের!

২০১৩ সালে অভিষেক করা ধাওয়ান দেশের হয়ে ১৬৭টি ওয়ানডে, ৩৪টি টেস্ট এবং ৬৮টি টি-২০ খেলেছেন। 

5/6
অবসর ঘোষণা ধাওয়ানের!
অবসর ঘোষণা ধাওয়ানের!

ওয়ানডে-তে প্রায় ৪৪ গড়ে ৬৭৯৩ রান করেছেন তিনি। একদিনের ক্রিকেটে ১৭টি শতরান এবং ৩৯টি অর্ধশত রানের মালিক তিনি। 

6/6
অবসর ঘোষণা ধাওয়ানের!
অবসর ঘোষণা ধাওয়ানের!

টেস্টে ৪০.৬১ গড়ে গব্বরের সংগ্রহ ২৩১৫ রান। টি-২০ ক্রিকেটে ১৭৫৯ রান করেছেন ধাওয়ান।





Read More