PHOTOS

Pornography Case-এ জর্জরিত Raj,পরিবারের মঙ্গল কামনায় বৈষ্ণোদেবী দর্শনে Shilpa Shetty

Advertisement
1/6
পর্ন মামলায় শিল্পার বিবৃতি
পর্ন মামলায় শিল্পার বিবৃতি

নিজস্ব প্রতিবেদন: বুধবারই পর্নোগ্রাফি মামলায় ১৫০০ পাতার চার্জশিট জমা দিয়েছে মুম্বই পুলিস। যেখানে উল্লেখ রয়েছে রাজ কুন্দ্রার নাম, সম্পত্তির খতিয়ান সহ শিল্পার বিবৃতি। অভিনেতা জানিয়েছেন, রাজের কাজের ব্যাপারে কিছুই জানতেন না তিনি। এরই মাঝে মুম্বই ছাড়লেন শিল্পা শেট্টি।  

2/6
বিমানবন্দরে শিল্পা
বিমানবন্দরে শিল্পা

বুধবার এয়ারপোর্টে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন নায়িকা। 

3/6
বন্ধুর সঙ্গে
বন্ধুর সঙ্গে

কোথায় চলেছেন শিল্পা? তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। জম্মুর ফ্লাইট ধরে অভিনেতা। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী। 

4/6
কাটরা
কাটরা

জম্মু বিমানবন্দর থেকে তিনি যান কাটরা। 

5/6
বৈষ্ণোদেবীর পথে
বৈষ্ণোদেবীর পথে

জম্মু পুলিসের ঘেরাটোপেই কাটরা পৌঁছান তিনি। সেখান থেকেই ঘোড়ার পিঠে চেপে বৈষ্ণোদেবীর পথে রওনা দেন শিল্পা।

6/6
আশীর্বাদ প্রার্থনা
আশীর্বাদ প্রার্থনা

সময়টা বেশ খারাপই যাচ্ছে শিল্পার। বেশ কয়েকদিন ধরেই পর্নোগ্রাফি মামলায় নাম জড়িয়েছে তাঁর স্বামী রাজ কুন্দ্রার। সমালোচনার মুখে অভিনেতার গোটা পরিবার। তাই এবার বৈষ্ণ মাতার আশীর্বাদ নিতেই মন্দির দর্শনে গিয়েছেন অভিনেতা। 





Read More