Punjabi Singer Prem Dhillon: ফের তারকার বাড়ির বাইরে চলল গুলি। এবার বন্দুকের লক্ষ্য জনপ্রিয় পঞ্জাবি গায়ক প্রেম ঢিলোঁ। তাঁর বাড়ির বাইরে গুলি চালানোর দায় স্বীকার করে নিল গ্যাংস্টার গুরজান্ত জেনটা। কিন্তু কেন গুলি চালাল সে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার কানাডায় জনপ্রিয় পঞ্জাবি গায়ক প্রেম ঢিলোঁ কানাডার বাড়ির বাইরে চলল গুলি।
গুলি চালানোর দায় স্বীকার করে নিল গ্যাংস্টার গুরজান্ত জেনটা। কিন্তু কেন গুলি চালাল সে?
ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি অর্শদীপ সিং ডাল্লার কাছের লোক গুরজান্ত জেনটা।
জেন্টা তার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে যে সিধু মুসেওয়ালাকে অপমান করেছে প্রেম ঢিলোঁ।
তার দাবি, কিছু বছর আগে একটি কনট্রাক্ট ভাঙার জন্য অন্য এক গ্যাংস্টারকে দিয়ে মুসেওয়ালাকে ধমকি দিয়েছিল প্রেম ঢিলোঁ।
জেন্টার আরও দাবি, তারাই অস্ট্রেলিয়ায় প্রেমের কনসার্ট বাতিল করায়।
মাঝা ব্লক, ওল্ড স্কুল, বুট কাট সহ একাধিক জনপ্রিয় গান রয়েছে প্রেম ঢিলোঁর। তিনি বেশ জনপ্রিয় জেন জেডের কাছে।
প্রসঙ্গত, ২০২২ সালে পঞ্জাবেই মুসেওয়ালাকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করেছিল গ্যাংস্টার গোল্ডি ব্রার।