Why Non-Veg Food Not Allowed in Month of Sawan: এমনিতেই হিন্দু ধর্মে যে কোনও ধর্মীয় আচার-আচরণের সঙ্গে নিরামিষ ভোজন একটি স্বাভাবিক রীতি। শাওন মাসে এটা আরও জোরদার হয়। কেন?
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শুরু আজ, ১৮ জুলাই। তবে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে গত ১৬ জুলাই থেকেই। শেষ হবে ১৭ অগাস্ট।
শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে আগামী ২১ জুলাই। দ্বিতীয় সোমবার ২৮ জুলাই, তৃতীয় সোমবার পালিত হবে ৪ অগস্ট, চতুর্থ তথা শেষ সোমবার পড়ছে ১১ অগস্ট।
এই পুরো সময়টা জুড়ে বহু জায়গাতেই নিরামিষ খাওয়া হয়। এজন্য এই গোটা সময়টায় বাজারে মাছ-চিকেন ইত্যাদির চালানিও অনেক কম আসে, কেননা বিক্রি হয় কম।
কিন্তু কেন শাওন মাসে নিরামিষ ভোজন এত জোরদার হয়? এর অনেকগুলি কারণ আছে। সবই ধর্মীয় কারণ নয়।
এ সময়ে শরীরে মেটাবলিজম বা বিপাকক্রিয়া একটু ক্ষতিগ্রস্ত হয়। এর গতি ধীর হয়। এটা হয়, প্রাকৃতিক কারণেই মূলত। এ সময়ে শরীরে যদি নিয়মিত আমিষ খাদ্য দেওয়া হয়, তবে শরীর আরও খারাপ হয়ে পড়ে।
ভারতীয় আয়ুর্বেদ বলে, শ্রাবণ মাসে শরীরে রোগপ্রতিরোধশক্তি অনেক কম থাকে। এসময়ে মশলাদার গুরুপাক আমিষ খাবার শরীরকে আরও বিপদে ফেলতে পারে। তাই নিরামিষ খেয়ে শরীরকে সুস্থ রাখা।
সব চেয়ে বড় কথা, শ্রাবণ, মানে, বর্ষার এই সময়টা জলে বা স্থলে বহু প্রাণীর প্রজননকাল। ফলে এই সময়টায় প্রাণীহত্যা খুবই গর্হিত একটা কাজ বলে মনে করে হিন্দুধর্ম।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)