First Sawan Monday Rituals: আজ সারাদিন পুজো-অর্চনা নিয়ে থাকেন ভক্তেরা। কিন্তু তাঁদের অনেকেই জানেন না, আজ কী করতে হয়, কী করতে নেই! পরিষ্কার করে জানেন না, আজ কী কী খেতে নেই।
পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ, ২১ জুলাই। আজকের দিনটি নিয়ে ভক্তেরা খুবই ব্যস্ত থাকেন। সারাদিন নানা পুজোবিধি অনুসরণ করেন। কিন্তু তাঁদের অনেকেই জানেন না, আজ কী কী করতে হয়, কী কী করতে নেই! আজ কী কী খেতে নেই, ইত্যাদি।
শ্রাবণের সোমবারে ক্ষৌরকর্ম একেবারেই নিষেধ। এতে খুবই ক্রুদ্ধ হন শিব! আসলে দেখতে গেলে, বলা হয়, শুধু সোমবার নয়, শ্রাবণের রবিবার ও মঙ্গলবারেও ক্ষৌরকর্মে নিষেধ।
এ আমরা সকলেই জানি যে, এই পুরো সময়টা জুড়ে নিরামিষ খাওয়াই বিধি। এজন্য এই সময়ে বাজারে মাছ-চিকেন ইত্যাদির চালানিও অনেক কম থাকে।
কিন্তু শুধু নিরামিষে না করে দিয়ে চুপ করে বসে থাকলেই হবে না। রয়েছে আরও খুঁটিনাটি নিয়মকানুন।
যেমন, শ্রাবণের সোমবারে প্রকৃতিগত ভাবে নিরামিষ হলেও কোনও ভাবেই খাওয়া চলবে না শাক এবং বেগুন। এমনকি খাওয়া চলবে না দুধও!
দেখতে গেলে অবশ্য শুধু সোমবারে নয়, শাক বেগুন ও দুধ খাওয়া চলবে না শ্রাবণের রবি, সোম, মঙ্গল-- তিনদিনই।
আসলে শিবের কৃপালাভই শাওন ব্রত পালনের প্রধান লক্ষ্য। তাই, এ সময়ে এমন কিছু করা কোনও ভাবেই উচিত নয়, যাতে শিব কোপাবিষ্ট হন। সেজন্যই এত সাবধানতা।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)