PHOTOS

Shubhanshu Shukla View of Earth: মহাকাশ থেকে পৃথিবীর অবিশ্বাস্য ছবি পাঠালেন শুভাংশু! এই অভিযানের প্রথম ইমেজ, যা দেখে...

Shubhanshu Shukla Shares Mesmerising View of Earth: চনমনে, স্বাস্থ্যোজ্জ্বল, দীপ্তিতে মূর্ত খুশি-খুশি এক চেহারা। ভারতের গগনযাত্রী দলের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কাপোলা থেকে তিনি কিছু ছবি পাঠিয়েছেন।

Advertisement
1/7
১৪ দিনের এক মিশনে
১৪ দিনের এক মিশনে

১৪ দিনের এক মিশনে মহাকাশে গিয়েছেন শুভাংশু। ২৬ জুনে তাঁরা যাত্রা শুরু করেছিলেন। গন্তব্যে পৌঁছে তাঁরা এবার তাঁদের গবেষণাধর্মী কাজগুলি করছেন।  

2/7
নো বর্ডার
নো বর্ডার

কিন্তু কাজের পাশাপাশি তিনি কখনও কখনও তাঁর অনুভূতিও ব্যক্ত করেছেন। তিনি এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে, ওপর থেকে তিনি যে পৃথিবী দেখছেন, সেখানে কোনও সীমানা নেই, সীমান্ত নেই! 

3/7
ভারতের বিশালত্ব
ভারতের বিশালত্ব

আর ভারত নিয়ে কী বলেছেন শুভাংশু? তিনি ভারতের বিশালত্ব নিয়ে তাঁর বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন, কক্ষপথ থেকে ভারতকে কী বিস্তীর্ণ দেখায়! মহাকাশ যে ঐক্যের বার্তা দেয়, তা-ও বলেছেন তিনি।

4/7
সাত-জানলার ধারে
সাত-জানলার ধারে

এহেন শুভাংশ তাঁর লেটেস্ট কিছু ছবি শেয়ার করেছেন। তাতে দেখা গিয়েছে, শুক্লা আইএসএস তথা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাত-জানলাওয়ালা আইকনিক কপোলা মডিউলের একটি উফের ধারে বসে। 

5/7
কী অপূর্ব নীল গ্রহ!
কী অপূর্ব নীল গ্রহ!

সেখান থেকে নীল গ্রহ পৃথিবীর কী অপূর্ব সৌন্দর্য! 

6/7
গ্রহের রূপে আপ্লুত!
গ্রহের রূপে আপ্লুত!

এখান থেকে পৃথিবীর যে প্যানোরামিক ভিউ দেখা যাচ্ছে, তা দারুণ! একজন ভারতীয় হিসেবে শুভাংশু তাঁর গ্রহের রূপ দেখে আপ্লুত!

7/7
সারে জাঁহা সে আচ্ছা!
সারে জাঁহা সে আচ্ছা!

শুভাংশুর এই অনুভূতি মনে করিয়ে দিচ্ছে আর এক ভারতীয় মহাকাশচারীর অনুভূতির কথা। তিনি মহাকাশ থেকে ভারতকে দেখে বলেছিলেন সারে জাঁহা সে আচ্ছা! সেটা ছিল ১৯৮৪ সাল!





Read More