PHOTOS

Shubhanshu Shukla's Love Story: প্রাইমারি স্কুলের সোলমেটকেই বিয়ে, শুভাংশু-কামনার মিষ্টি প্রেমে মিশে শুধুই আত্মত্যাগ...

Shubhanshu Shukla, Kamna Mishra: দন্ত চিকিৎসক ড. কামনা শুভার সঙ্গে শুভাংশুর বিয়ে হয়। তাঁদের পুত্র কিয়াস। কীভাবে একে অপরের সঙ্গে দেখা হয়েছিল তাদের? কেন স্ত্রী কামনাকে ছাড়া জগৎ শূন্য শুভাংশুর? উত্তর লুকিয়ে মহাকাশচারীর আকাশ সমান ভালোবাসায়...

Advertisement
1/9
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাসার অ্যাক্সিওম-৪ মিশনের জন্য মনোনীত সে। রাকেশ শর্মার ৪১ বছর বাদে ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আবার মহাকাশ ভ্রমণকারী কোনও ভারতীয়। 

2/9
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প

শুভাংশুর পেশাগত জীবন যেমন চমকপ্রদ, তাঁর ব্যক্তিগত জীবনও তেমনই আকর্ষণীয়। তিনি বিবাহিত। তাঁর দীর্ঘদিনের বন্ধু কামনা মিশ্রর সঙ্গে তাঁর বিয়ে হয়। যিনি তাঁর সবচেয়ে বড় সমর্থক ও অনুপ্রেরণা।

3/9
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প

পেশায় কামনা একজন দন্ত চিকিৎসক এবং স্কুল জীবন থেকেই শুভাংশুকে চিনতেন কামনা। এক সাক্ষাৎকারে কামনা বলেন,  'তৃতীয় শ্রেণি থেকে একসঙ্গে পড়েছি। আমরা ছিলাম সবচেয়ে ভালো বন্ধু। আমি ওকে চিনতাম গুঞ্জন নামে, আবার শুভাংশু হিসেবেও—আমাদের ক্লাসের এক লাজুক ছেলে, যে এখন অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করছে।' 

4/9
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প

শুভাংশুর স্বপ্নে সবসময় বিশ্বাস রেখেছেন কামনা এবং জীবনের সমস্ত উত্থান-পতনে তিনি তাঁর পাশে থেকেছেন। আদর করে যাঁকে ‘শুক্স’ নামে ডাকা হয়, সেই শুভাংশুর ছিল এক ‘কখনো হার না মানা’ মানসিকতা। 

5/9
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প

শুভাংশু তাঁর ছয় বছরের ছেলে  কিয়াস। সে সিড-এর খুব কাছের, কিন্তু পেশাগত কারণে ছেলের শৈশবের অনেক মুুহুর্তেই তিনি পাশে থাকতে পারেননি। তবুও, দেশসেবার প্রতি তাঁর দায়বদ্ধতা ও মনোবল এতটুকুও কমেনি। 

6/9
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প

মিশন শুরুর কয়েক ঘণ্টা আগে, তিনি ইনস্টাগ্রামে গিয়ে তার স্ত্রীর জন্য একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। 

7/9
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প

ইনস্টা পোস্টে স্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে লেখেন, 'তোমার মতো অসাধারণ সঙ্গী পাওয়ায় আমি লাকি @kamnashubha কে বিশেষ ধন্যবাদ।"  

8/9
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প

শুভাংশু আরও লেখেন, 'তুমি ছাড়া এসব কিছুই সম্ভব ছিল না, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, এসব কিছুরই কোনও মানে থাকত না...।' 

9/9
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প
শুভাংশু শুক্লা-কামনার প্রেমের গল্প

তবে এই পথের সঙ্গী হওয়া কামনার জন্য সহজ ছিল না, কারণ প্রায়ই শুভাংশুকে পরিবারের থেকে দূরে থাকতে হয়। 





Read More