PHOTOS

বছর কুড়ির মেয়ের মা, ৪০ ঊর্ধ্ব Shweta-র Hotness-এ মুগ্ধ নেটজনতা

Advertisement
1/6
শ্বেতার তিওয়ারির বয়স
শ্বেতার তিওয়ারির বয়স

মেয়ে পলক চৌধুরীর বয়স এখন ২০, ২০১৬-তে ফের একবার পুত্র সন্তানের মা হন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তারপরেও ৪০ ঊর্ধ্ব শ্বেতার Hotness-এ মুগ্ধ নেটজনতা। 

2/6
শ্বেতা তিওয়ারির ফটোশ্যুট
শ্বেতা তিওয়ারির ফটোশ্যুট

সম্প্রতি ফটোশ্যুটে নজর কাড়লেন ৪০ ঊর্ধ্ব শ্বেতা। যেখানে শ্বেতার থেকে সত্যিই যেন চোখ সরানো মুশকিল।  

3/6
শ্বেতার ক্যাপশান
শ্বেতার ক্যাপশান

ইনস্টাগ্রামে ফটোশ্যুটে ছবি শেয়ার করে শ্বেতার ক্যাপশান, ''যদি সম্ভব হয় সব নিয়ম ভেঙে ফেলুন, আর এর জন্য কখনও ক্ষমা চাইবেন না।''

 

 

4/6
শ্বেতার পোস্টে নেটিজেনদের কমেন্ট
শ্বেতার পোস্টে নেটিজেনদের কমেন্ট

শ্বেতার এই ফটোশ্যুটের ছবির নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, 'হটেস্ট মম', কারোর কথায়, ''আমি ছোট থেকে আপনাকে দেখছি, আমার যৌবন চলে এল, তবুও আপনি যুবতীই থেকে গেলেন।'', কারোর বিষ্ময়, ''শ্বেতা আপনি কি কখনও বুড়ো হবেন না?''

5/6

সম্প্রতি খতরোঁ কে খিলাড়ি-১১ তে প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছেন শ্বেতা। সেখানেও নিজের পারফরম্যান্সে দর্শকদের মন জয় করে নিয়েছেন শ্বেতা।  

6/6
টেলিভিশন দুনিয়ায় শ্বেতা
টেলিভিশন দুনিয়ায় শ্বেতা

প্রসঙ্গত ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত চলা 'কসৌটি জিন্দেগি কি' ধারাবাহিকে প্রেরণা ভূমিকায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন শ্বেতা তিওয়ারি। পরবর্তীকালে বহু হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা। 'বিগ বস-৪', 'ঝালক দেখলা  যা'-র মতো রিয়েলিটি শো, এবং বেশকিছু ওয়েব সিরিজেও দেখা গিয়েছে শ্বেতাকে। 





Read More