PHOTOS

Sidharth Shukla: জন্মদিনে সিদ্ধার্থের পরিবারের তরফ থেকে ফ্যানেদের জন্য বিশেষ উপহার

Advertisement
1/6
মনখারাপের খবর
মনখারাপের খবর

নিজস্ব প্রতিবেদন: ২ সেপ্টেম্বর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। ছোটপর্দায় তাঁর ফ্যান ফলোয়িং সত্যিই যেকোনও সুপারস্টারের কাছেও ঈর্ষণীয়। 

 

2/6
জনপ্রিয়তার শীর্ষে
জনপ্রিয়তার শীর্ষে

তাঁর মৃত্যু মেনে নিতে বেশ কিছুটা সময় লেগেছে তাঁর পরিবার ও ফ্যানেদের। মডেলিং থেকে অভিনয়, শরীরচর্চাতেও তাঁর জুড়ি মেলা ভার ছিল। 

 

3/6
স্বপ্নপূরণ
স্বপ্নপূরণ

বিগ বস সিজন ১৩-এর বিজয়ী সিদ্ধার্থ সবমিলিয়েই ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। তবে সম্প্রতি তাঁর পরিবারের তরফ থেকে জানা যায় যে সিদ্ধার্থের একটা স্বপ্ন পূরণ বাকি রয়ে গেছে। 

 

4/6
ব়্যাপার সিড
ব়্যাপার সিড

অভিনেতার পাশাপাশি তিনি হতে চেয়েছিলেন ব়্যাপার। এমনকি একটি ব়্যাপ সং রেকর্ডও করেছিলেন তিনি। 

 

5/6
জন্মদিনের উপহার
জন্মদিনের উপহার

আগামী ১২ ডিসেম্বর সিদ্ধার্থ শুক্লার জন্মদিনে সেই ব়্যাপ সং রিলিজ করতে চলেছে তাঁর পরিবার। এই বছরের শুরুর দিকেই একটি ব়্যাপ গান রেকর্ড করেছিলেন সিদ্ধার্থ। 

 

6/6
শেহবাজের কথায়
শেহবাজের কথায়

সেই ব়্যাপের কথা লিখেছেন সিদ্ধার্থের প্রেমিকা শেহনাজ গিলের ভাই শেহবাজ বাদশা। এই গানটি রিলিজ করতে চলেছেন জি স্কিলজ। একাধিক পাঞ্জাবী হিট গান তৈরি করেছেন তাঁরা। 





Read More