চলতি বছরের মার্চে দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার বাবা-মা। এবার তাঁরই ছবি প্রকাশ্য আনলেন তাঁরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরের মার্চে দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার বাবা-মা। এবার তাঁরই ছবি প্রকাশ্য আনলেন তাঁরা। নাম রেখেছেন শুভদীপ।
ছবিতে দেখা যায়, আট মাসের ছোট শুভদ্বীপ বাবার কোলে পাগড়ি পরে বসে আছে। পাশেই বসে সিধুর মা। ছবির সঙ্গে সিধু মুসেওয়ালার বাবা বলকৌর কিং একটি ভিডিয়োও পোস্ট করেন।
View this post on InstagramA post shared by Sidhu Moosewala (ਮੂਸੇ ਆਲਾ) (@sidhu_moosewala)
ক্যাপশনে লেখেন, 'শুভদীপকে ভালোবাসে এমন লক্ষ লক্ষ আত্মার আশীর্বাদে, সর্বশক্তিমান শুভর ছোট আমাদের কোলে পাঠিয়েছে।'
ভিডিয়োতে দেখা যায়, ছবির মাধ্যমে শুভদীপকে পরিচয় করিয়ে দেয় সকলের সঙ্গে। ক্লিপটিতে বলকৌর, চরণ এবং বেশ কয়েকটি ছবি দেখা যায়, যার পরে শুভদীপ উপস্থিত হন। বাবা-মায়ের কোলে শুয়ে-বসে আছে সে। সিধুর ছোট ভাইয়ের ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়। একজন লেখেন, 'বেবি মুসেওয়ালাকে পুরো দাদার মতোই দেখতে', আরএকজন লেখেন, 'সিধু ইজ ব্যাক'।
২০২২ সালে প্রয়াত হন পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা। নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সিধুকে। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছিল বাবা-মা। ছেলের হারানোর দুঃখ ঘোচাতে বড় পদক্ষেপ নিলেন গায়কের বাবা-মা।
৫৮ বছরের চরণ কৌর IVF পদ্ধতির মাধ্য়মে দ্বিতীয় সন্তানের জন্ম দেয়। যদিও গর্ভাবস্থার প্রথম দিকে সিধুর বাবা-মা কেউই মুখ খোলেননি।