Sikkim Lanslide Update: আটকে থাকা পর্যটকদের বিকল্প রাস্তা দিয়ে নামাবার চেষ্টা করা হচ্ছে। ধসে বিপর্যস্ত একাধিক এলাকা। শুক্রবার প্রায় ২০০ পর্যটককে গ্যাংটকে পৌঁছানো সম্ভব হয়েছে। চুংথাং থেকে তাদের নামিয়ে সাংকলানের নব নির্মিত বেলি ব্রীজ দিয়ে তাদের গ্যাংটকের উদ্দেশ্যে নিয়ে আসা হয়।
নারায়ণ সিংহ রায়: নতুন করে কোনও বৃষ্টিপাত না হলেও ধসে বিপর্যস্ত উত্তর সিকিমের একাধিক জায়গা। ধসের কবলে উত্তর সিকিমের লাচুং, লাচেন, চুংথাং-সহ একাধিক জায়গায় আটকে প্রায় ১৪০০ পর্যটক।
৬ থেকে ৭ জায়গায় ব্যাপক ধস রয়েছে। সেই সব এলাকায় জেসিবি দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। গতকাল বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে প্রায় ২০০ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
অন্যদিকে বিকল্প রাস্তা হিসেবে জিরো পাস হয়ে লাচুং রোড হয়ে পর্যটকদের নামিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।
অন্যদিকে চুংথাং ও লাচুংয়ের সংযোগকারী রাস্তা শনিবার বিকেলের মধ্যে খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিকিমের বিওপি সাইডে দুটো বড় ভূমিধস সরিয়ে ফেলা হয়েছে। খেদুম্পায় জিআরএফ এবং আর্মির সহযোগীয় ধস সরানোর কাজ চলছে যুদ্ধাকালীন তৎপরতায়।
অন্যদিকে শুক্রবার প্রায় ২০০ পর্যটককে গ্যাংটকে পৌঁছানো সম্ভব হয়েছে। চুংথাং থেকে তাদের নামিয়ে সাংকলানের নব নির্মিত বেলি ব্রীজ দিয়ে তাদের গ্যাংটকের উদ্দেশ্যে নিয়ে আসা হয়।
ভারতীয় সেনার ত্রিশক্তি কপস এই বেলি ব্রীজের কাজ তড়িঘড়ি সম্পন্ন করে।