PHOTOS

Viral Photo of Jodhpur: তীব্র দাবদাহের মাঝে আচমকা তুষার ঝড় যোধপুরে, বরফে ঢাকল মরুশহর...

যোধপুরের কথা ভাবলেই, প্রথমে বেশিরভাগ মানুষের যেটা  মাথায় আসে, ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা, আর দমবন্ধ করা গরম। কিন্তু ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে বরফের চাদরে ঢাকা যোধপুর। একজন রেডডিট ইউজার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এই ছবি পোস্ট করেন। 

 

Advertisement
1/5
যোধপুর শহর
যোধপুর শহর

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: যোধপুর ভারতের ব্লু সিটি, রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর। নামটি স্পষ্টতই মানানসই কারণ বেশিরভাগ স্থাপত্য - দুর্গ, প্রাসাদ, মন্দির, এবং এমনকি বাড়িগুলি নীল রঙের উজ্জ্বল ছায়ায় তৈরী।

 

2/5
AI এর মারফৎ তৈরি বরফে ঢাকা যোধপুর শহর
AI এর মারফৎ তৈরি বরফে ঢাকা যোধপুর শহর

প্রচণ্ড গরমে সকলের হাঁসফাঁস করা অবস্থা। ঠিক এমন সময়েই দেখা যায় যোধপুরে নাকি বরফ পড়েছে। ভাইরাল সেই ছবি।

 

3/5
মরুভূমি শহরে তুষারপাত
মরুভূমি শহরে তুষারপাত

ছবিগুলি ইন্টারনেট ইউজারদের মুগ্ধ করেছে। কেউ কেউ বলেছে, বরফের চাদরে ঢাকা যোধপুরকে ঠিক 'গেম অফ থ্রোনস' এর জায়গার মতো লাগছে। 

 

4/5
বিভিন্ন দিকে বরফে ঢেকে গেছে শহর
বিভিন্ন দিকে বরফে ঢেকে গেছে শহর

বলাই বাহুল্য যে, আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় থাকি। ইন্টারনেটে ইদানিং AI আর্ট খুব ট্রেন্ডিং। এক রেডডিট ইউজার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

 

5/5
নীল নগরী ঢাকা বরফের স্তরে
নীল নগরী ঢাকা বরফের স্তরে

বরফের স্তরে ঢাকা পড়ায় শহরটি এক নতুন রূপ পেয়েছে। দেখে মনে হচ্ছে যেন, দেশের মধ্যেই এক টুকরো বিদেশের ছোঁয়া।





Read More