PHOTOS

Snowfall in Darjeeling: ফের তুষারপাত, প্রজাতন্ত্র দিবসে সাদা চাদরে ঢাকল দার্জিলিং!

১০ দিন আগে শেষ তুষারপাত হয়েছিল দার্জিলিংয়ে।

Advertisement
1/7
দার্জিলিংয়ে তুষারপাত
দার্জিলিংয়ে তুষারপাত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্বাভাস ছিলই। তা সত্যি করেই প্রজাতন্ত্র দিবসের দিন ফের তুষারপাত দার্জিলিংয়ে।

 

2/7
দার্জিলিংয়ে তুষারপাত
দার্জিলিংয়ে তুষারপাত

সাদা চাদরে ঢকল পাহাড়ের রানি। তুষারপাত হয় সন্দাকফুতে। হঠাৎ করেই তুষারপাত শুরু হয় সন্দাকফুতে। 

 

3/7
দার্জিলিংয়ে তুষারপাত
দার্জিলিংয়ে তুষারপাত

যদিও সকাল থেকেই টাউন এলাকায় আবহাওয়া পরিষ্কার ছিল। তুষারপাত হতে পারে বলে তখন দেখে একটু বোঝা যায়নি! 

 

4/7
দার্জিলিংয়ে তুষারপাত
দার্জিলিংয়ে তুষারপাত

এর আগে ১০ দিন আগে সন্দাকফুতে তুষারপাত হয়েছিল। 

 

5/7
দার্জিলিংয়ে তুষারপাত
দার্জিলিংয়ে তুষারপাত

তবে তারপর থেকে গত ৮ দিন ধরে দার্জিলিং টাউনে দিনে পরিষ্কার রৌদ্রজ্জ্বল আকাশ ছিল। 

 

6/7
দার্জিলিংয়ে তুষারপাত
দার্জিলিংয়ে তুষারপাত

আর রাতের তাপমাত্রা ৬-৭ ডিগ্রিতে ঘোরাঘুরি করছিল। আজ দার্জিলিং টাউনে তাপমাত্রা ৮ ডিগ্রি। 

 

7/7
দার্জিলিংয়ে তুষারপাত
দার্জিলিংয়ে তুষারপাত

পরিষ্কার রৌদ্রজ্জ্বল দিন ছিল। তারমধ্যেই আচমকা তুষারপাত শুরু হয়। তারপরই ঠান্ডা বাতাস বইতে শুরু করে টাউনে।

 





Read More