Sohini-Shovan Wedding: ১৫ জুলাই, সোমবার চার হাত এক হল শোভন-সোহিনীর। প্রকাশ্যে বিয়ের ছবি। সোহিনী নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান। ১৫ জুলাই, সোমবার চার হাত এক হল শোভন-সোহিনীর। প্রকাশ্যে বিয়ের ছবি।
সোহিনী নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন। প্রকাশ্যে আসা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় ছবিগুলি। ফ্যানেদের শুভেচ্ছার বন্যা বয়ে যায় কমেন্ট সেকশনে।
অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।'
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার এক রাজবাড়িতে আইনি মতে বিয়ে সারেন শোভন-সোহিনী। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা।
সোহিনীর পরনে ছিল মেরুন রঙের বেনারসি। গা-ভর্তি সাবেকি গয়না। অন্যদিকে, শোভনের পরনে ছিল সাদা সিল্কের কাজ করা ধুতি ও পাঞ্জাবী।
গত এক বছর ধরে সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেম ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট। এমনকি দু'বার সোহিনী সরকারের সঙ্গে ছবি পোস্ট করেও সেই ছবি ডিলিট করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়।
শোনা যায় বিয়ের আগের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে পুল পার্টিও হয়েছে।