PHOTOS

Sohini Sarkar: রবিবাসরীয় সকালে কার সঙ্গে জলকেলিতে মত্ত সোহিনী?

Advertisement
1/6
লাস্যময়ী নায়িকা
লাস্যময়ী নায়িকা

নিজস্ব প্রতিবেদন: রবিবাসরীয় সকালটা সুইমিং পুলেই কাটাচ্ছেন নায়িকা সোহিনী সরকার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন নায়িকা। লাস্যময়ী সোহিনীর ছবিই ঝড় তুলেছে ইন্টারনেটে। 

2/6
জলকেলি
জলকেলি

রামধনু রঙের বিকিনিতে জলকেলিতে মত্ত সোহিনী। 

3/6
ফটোগ্রাফার রণজয়
ফটোগ্রাফার রণজয়

নায়িকা জানিয়েছেন রবিবাসরীয় সকালে তিনি একা নন, সঙ্গে রয়েছেন তাঁর প্রেমিক রণজয়ও। তিনিই লেন্সবন্দি করেছেন নায়িকাকে। 

4/6
রণজয়ের ক্লিক
রণজয়ের ক্লিক

তবে শুধু রবিবারের ছবিই নয়, সোশ্যাল সাইটে সোহিনীর আপলোড করা বেশ কয়েকটি সুন্দর ছবি রণজয়েরই ক্লিক করা। 

5/6
শাড়িতে মোহময়ী
শাড়িতে মোহময়ী

তবে শুধু সাহসী পোশাকেই নয়, শাড়িতেও তাঁর ফ্যানেদের কাবু করেন সোহিনী। 

6/6
ওয়েস্টার্ন আউটফিটে
ওয়েস্টার্ন আউটফিটে

বিকিনি থেকে শাড়ি কিংবা ওয়েস্টার্ন আউটফিট সবেতেই নজরকাড়া নায়িকা





Read More