PHOTOS

Sohini-Shovan Wedding: 'আগলে রাখবো...যত্নে থাকবো', বৌভাতের আদুরে ছবি পোস্ট সোহিনী-শোভনের

Sohini-Shovan Reception: উলটো রথের দিন একসঙ্গে জীবনের নয়া অধ্যায় শুরু করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকার ৷ ঘরোয়া বৌভাতেও ছিল সাবেকিয়ানার ছাপ। 

Advertisement
1/6
সোহিনী-শোভনের বিয়ে
সোহিনী-শোভনের বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের পর বৌভাত। ঘরোয়া অনুষ্ঠানেই সমস্ত রীতিনীতি সারলেন সোহিনী-শোভন। মঙ্গলবারই শ্বশুরবাড়িতে পা রাখেন নববধূ সোহিনী সরকার। 

2/6
সোহিনী-শোভনের বিয়ে
সোহিনী-শোভনের বিয়ে

বুধবার ছিল শোভন-সোহিনীর বৌভাত ৷ সেই ছবি সোহিনী শেয়ার করেন নিজের ইনস্টা হ্যান্ডেলে ৷ ক্যাপশনে লেখেন, "আগলে রাখব যত্নে থাকব ৷"

3/6
সোহিনী-শোভনের বিয়ে
সোহিনী-শোভনের বিয়ে

সন্ধ্যার আসরের জন্য হালকা গোলাপি রঙের কাতান বেনারসিতে সেজে উঠেছেন নববধূ। তার সঙ্গেই কানে, গলায়, হাতে মানানসই সোনার গয়না। 

4/6
সোহিনী-শোভনের বিয়ে
সোহিনী-শোভনের বিয়ে

স্ত্রীয়ের শাড়ির সঙ্গে রং মিলিয়ে পাঞ্জাবীর ওপরে জহর কোট পরেছেন শোভন। শোভনের বেলুড়ের বাড়িতেই বৌভাতের অনুষ্ঠানের আয়োজন হয়। 

5/6
সোহিনী-শোভনের বিয়ে
সোহিনী-শোভনের বিয়ে

১৫ জুলাই সন্ধেয়বাওয়ালির ফার্মহাউজে বিয়ে করেন শোভন-সোহিনী ৷ যুগলে সারেন রেজিস্ট্রি ম্যারেজ, আংটি বদল থেকে শুরু করে মালা বদল এবং সিঁদুর দান ৷

6/6
সোহিনী-শোভনের বিয়ে
সোহিনী-শোভনের বিয়ে

বিগত কয়েক মাস ধরেই শোভন-সোহিনীর প্রেমের গুঞ্জন ছিল চরমে। তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। 





Read More