বাসুদেব চট্টোপাধ্য়ায়: আকাশ থেকে কিছু একটা পড়ল! আর তাতেই ভেঙে যায় দোতলা বাড়ির একটা অংশ। তারপর সেটি পাশের একটি বাড়ির উঠোনের মাটি ভেদ করে ভিতরে ঢুকে গেল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার অন্তর্গত ইকরা গ্রামে।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। গ্রামের বাসিন্দা অক্ষয় বাউড়ি জানান, আমাদের চোখের সামনে অনিল বাধ্য করের দোতলা বাড়ির উপর ভারী কোনও গোলাকার একটি বস্তু উড়ে এসে পড়ে। যার জেরে বাড়ির একটা অংশ ভেঙে পাশে অবস্থিত মাগারাম বাধ্যকরের উঠোনে গিয়ে পড়ে।
সেখানে উঠোন ভেদ করে মাটির তলায় ঢুকে যায়। সেখানে তখন ছিল অমর বাদ্যকরের মেয়ে ঝুলন। এই ঘটনায় সে অনেকটাই আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গোটা গা কার্যত পুড়ে গিয়েছে ও শরীরেও আঘাত পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার তদন্তে জামুড়িয়া থানার পুলিস। পুলিসের প্রাথমিক অনুমান, পাশে যাদুডাঙা এলাকায় একটি লোহার রোলিং মিলের কারখানা রয়েছে। সম্ভবত সেই কারখানার আরপিএম মোটরস-ই খুলে বেরিয়ে যায় তীব্র গতিতে।
তারপর সেই মোটরটি-ই চার টুকরো হয়ে গ্রামের বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতি ও আহতের চিকিৎসার দায়িত্ব নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।