PHOTOS

Somnath Express Derails: আবার ট্রেন দুর্ঘটনা! লাইন থেকে নেমে গেল কোচ...

Somnath Express Derails: প্রতি মাসে ট্রেন দুর্ঘটনা! কড়া প্রশ্নের মুখে রেল...

Advertisement
1/5
লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস
লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ট্রেন দুর্ঘটনা। ফের বেলাইন ট্রেনের কামরা।

2/5
লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস
লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস

মধ্যপ্রদেশের জব্বলপুরে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস। স্টেশনে ঢোকার মুখেই ঘটে দুর্ঘটনা।

3/5
লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস
লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস

সেইসময় ট্রেনের গতি কম থাকায়, এড়ানো গিয়েছে বড়সড় বিপদ। 

4/5
লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস
লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস

কোনও প্রাণহানির খবর নেই। এদিন ভোর ৬টা নাগাদ স্টেশন থেকে ১৫০ মিটার দূরত্বে বেলাইন হয়ে যায় সোমনাথ এক্সপ্রেস।

5/5
লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস
লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস

প্রসঙ্গত, পর পর ট্রেন দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে ভারতীয় রেল। প্রশ্ন উঠছে যাত্রী সাধারণের নিরাপত্তা ও ভারতীয় রেলের পরিকাঠামো নিয়ে। 





Read More