Sonakshi Sinha-Zaheer Iqbal Wedding: দুই পরিবার দুই ধর্মে বিশ্বাসী বলে, কোনও রীতিই মানছেন না তাঁরা। রবিবার স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করলেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। জাহিরের বাড়িতেই সই সাবুদ করে বিয়ে করেন তাঁরা। বিয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট নায়িকার, কিন্তু বিতর্ক এড়াতে করলেন এক পদক্ষেপ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা ও স্বর্ণব্যবসায়ী জাহির ইকবালের সঙ্গে বিয়ে করলেন সোনাক্ষী সিনহা। সাকিব সালেম ফুলের চাদরে ঢেকে বিয়ে মঞ্চে নিয়ে এলেন সোনাকে।
বান্দ্রায় জাহিরের বাড়িতেই স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আইনি বিয়ে সারেন তাঁরা।
বিয়ের পরে একে অপরকে আলিঙ্গন করেন তাঁরা। সোনাক্ষীর গালে চুম্বন এঁকে দেন জাহির।
বিয়ের আগেও শত্রুঘ্ন সিনহা ও পুনম সিনহার পা ছুঁয়ে প্রণাম করলেন জাহির ইকবাল।
হবু জামাইকে আশীর্বাদে ভরিয়ে দেন সোনাক্ষীর বাবা-মা।
এদিন সোনাক্ষী পরেছিলেন সাদা লখনৌ চিকনের শাড়ি, সঙ্গে আনকাট হিরের গহনা।
খুবই হালকা সাজে ধরা দিলেন অভিনেত্রী। অন্য়দিকে জাহির পরেছিলেন সোনাক্ষীর সঙ্গে মানানসই সাদা চিকনের পাঞ্জাবী।
ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, আজ থেকে ৭ বছর আগে আজকের দিনেই তাঁকে প্রপোজ করেছিলেন জাহির।
মান-অভিমানের বিতর্ক সরিয়ে বাবা শত্রুঘ্ন সিনহার হাত ধরেই বিয়ে সারলেন সোনাক্ষী। বাবা-মেয়ে দুজনের মুখেই উজ্জ্বল হাসি। বিয়ের ছবি পোস্ট করলেও বিতর্ক এড়াতে কমেন্ট সেকশন বন্ধই রাখলেন সোনা ও জাহির।
দুপুরে বিয়ের পরেই রাত ৮টা থেকে এক রেস্তোরাঁয় ওয়েডিং রিসেপশনের পার্টি চলছে। নিমন্ত্রিতের সংখ্যা প্রায় ১০০০। পার্টির ড্রেসকোড 'ফর্মাল ও ফেস্টিভ, শুধু লাল পরবেন না'।শোনা গেছে রাত ৮ থেকে পরেরদিন ভোর ৪টে অবধি চলবে পার্টি।
শুক্রবার ছিল মেহেন্দির অনুষ্ঠান। এদিন সোনাক্ষীর পরনে ছিল লাল লেহেঙ্গা।
শনিবার সোনাক্ষীর বাড়িতে ছিল বিয়ের বিশেষ পুজো। সেই পুজোয় সামিল ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম সিনহাও।