This video completely broke my heart. Dilli waalon please please go eat at बाबा का ढाबा in Malviya Nagar if you get a chance #SupportLocal pic.twitter.com/5B6yEh3k2H
— Vasundhara Tankha Sharma (@VasundharaTankh) October 7, 2020
দিল্লির মালব্যনগরের 'বাবা কা ধাবা' এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেছে। বাবা কা ধাবার এক বৃদ্ধ দম্পতির কান্না দেখে চোখে জল এসে যায় নেটিজেনদের
দিল্লির মালব্য নগরে বাবা কা ধাবার একটি ভিডিয়ো ভাইরাল হয় সম্প্রতি। মাহামারীর দাপটে যেখানে ওই বৃদ্ধ দম্পতির ব্যবসা ডুবতে বসেছে বলে ভিডিয়োতে দেখা যায়। ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। আপ বিধায়ক থেকে শুরু করে বলিউড সেলেব, প্রত্যেকে ওই বৃদ্ধ দম্পতিকে সাহায্যের জন্য এগিয়ে আসার বার্তা দেন
दिल्ली! चलो ‘बाबा का ढाबा’ पर मटर पनीर खाते हैं! मालवीय नगर में! #SupportSmallBusinesses #VocalForLocal #ShowHeart https://t.co/khus7WJMB8
— Swara Bhasker (@ReallySwara) October 7, 2020
সবাই দিল্লির বাবা কা ধাবায় গিয়ে মটর পনির চেখে দেখি বলে সাধারণ মানুষের কাছে আবেদন করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর
Let’s help put their smile back ... our neighbour hood vendors need our help to . https://t.co/X4RNcYOA9w
— Suniel Shetty (@SunielVShetty) October 8, 2020
ওই বৃদ্ধ দম্পতির হাসি ফিরিয়ে দেওয়ার জন্য সবাই এগিয়ে আসুন বলে আবেদন করেন সুনীল শেট্টি
Hi could you please dm me details.
— Sonam K Ahuja (@sonamakapoor) October 7, 2020
বাবা কা ধাবার ঠিকানা তাঁকে কেউ পাঠান বলে নেট জনতাকে অনুরোধ জানান সোনম কাপুর
বাবা কা ধাবার ছবি পাঠান বলে আবেদন করেন রবিনা ট্যান্ডনও