PHOTOS

Sonamর কোল আলো করে বসে কাপুর পরিবারের নতুন অতিথি, ইনস্টাগ্রামে ভেসে উঠল ছবি

Advertisement
1/7
Sonam Kapoor: নতুন বন্ধু
Sonam Kapoor: নতুন বন্ধু

নিজস্ব প্রতিবেদন: লন্ডনে একটা বড় সময় কাটিয়ে সদ্য দেশে ফিরেছেন সোনম কাপুর আহুজা (Sonam Kapoor)। দেশে ফেরার পরই তাঁকেঘিরে চর্চা শুরু হয়, তিনি মা হতে চলেছেন, এমন গুজবও রটে, অবশেষে তিনি মুখ খোলেন।

2/7
Sonam Kapoor: পোষ্যর প্রতি ভালবাসা
Sonam Kapoor: পোষ্যর প্রতি ভালবাসা

সদ্য তাঁর পরিবারে এসেছেন এক বিশেষ অতিথি। সোনমের কোল আলো করে বসে রয়েছে সে।

3/7
Sonam Kapoor: আদুরে ছবি
Sonam Kapoor: আদুরে ছবি

কাপুর পরিবারের ছোট্ট এই পোষ্যের নাম রাসেল ক্রয়ী কাপুর। নতুন এই সদস্যকে একটি পোশাকও পরিয়েছেন সোনম।

4/7
Sonam Kapoor: মুহূর্ত ধরে রাখা
Sonam Kapoor: মুহূর্ত ধরে রাখা

বাটিতে খাবার নিয়ে সোনম (Sonam Kapoor) নিজেই পোষ্যকে খাওয়াচ্ছেন, সেই ছবিও ভেসে উঠেছে ইনস্টাগ্রামে।

5/7
Sonam Kapoor: পোষ্যর সঙ্গে বন্ধুত্ব
Sonam Kapoor: পোষ্যর সঙ্গে বন্ধুত্ব

পোষ্যকে কোলে নিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সকল অনুরাগীদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন নতুন সদস্যকে। 

6/7
Sonam Kapoor: ইনস্টা স্টোরি
Sonam Kapoor: ইনস্টা স্টোরি

পোষ্যর সঙ্গে খুনসুটিতে মেতেছেন অভিনেতা। বাড়িতে একান্তে সময় কাটাচ্ছেন পোষ্যর ফার বলের সঙ্গে।

7/7
Sonam Kapoor: আনন্দের মুহূর্ত
Sonam Kapoor: আনন্দের মুহূর্ত

মিষ্টি এই পোষ্যর সঙ্গে খেলার ছলে খিলখিলিয়ে হেসে উঠেছেন নায়িকা। সেই ছবিই ক্যামেরাবন্দি করেছেন সোনম। ছবি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।





Read More