PHOTOS

Sourav-Darshana: হৃদয়পুরে দেখা হবে সৌরভ দর্শনার!

Advertisement
1/6
'হৃদয়পুর'
'হৃদয়পুর'

নিজস্ব প্রতিবেদন: আবার ও প্রেমের ছবিতে জুটি বাধছে সৌরভ দাস ও দর্শনা বনিক। ছবির নাম "হৃদয়পুর"। 

 

2/6
পরিচালক
পরিচালক

ছবিটি পরিচালনা করবেন সৌম্যজিত আদক। একটি খুন কে কেন্দ্র করে শুরু হয় ছবির গল্প। 

 

3/6
গল্পের শুরু
গল্পের শুরু

শহরের ছেলে সৌরভ গ্রামে আসেন চাকরির সুত্রে। সেখানেই দেখা হয় গ্রামের প্রধানের মেয়ে শ্রেয়ার সঙ্গে। 

 

4/6
ছবির গল্প
ছবির গল্প

গল্পের মূল স্রোত ভেসে চলে সৌরভ-শ্রেয়ার প্রেমের কাহিনী জুড়ে। কিন্তু প্রেম নাকি প্রতিশোধ! প্রেমের নিরিখে লুকিয়ে আছে কোন অজানা গল্প!

 

5/6
শুরু হবে শুটিং
শুরু হবে শুটিং

খুব শীঘ্রই শুরু হবে এই ছবির শুটিং। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় হবে ছবির শুটিং। 

 

6/6
ছবির চরিত্রেরা
ছবির চরিত্রেরা

ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন। 





Read More