PHOTOS

Sourav Ganguly-Dadagiri: শেষ হতে চলেছে 'দাদাগিরি সিজন নাইন', মনখারাপ সৌরভের ফ্যানেদের

Advertisement
1/6
দাদাগিরি
দাদাগিরি

নিজস্ব প্রতিবেদন: বাইশ গজ হোক কিংবা শুটি সেট, সবাই জায়গাতেই বরাবর ছক্কা হাঁকিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

 

2/6
সৌরভের সঞ্চালনায় মুগ্ধ
সৌরভের সঞ্চালনায় মুগ্ধ

সৌরভের সঞ্চালনা দাদাগিরির জনপ্রিয়তায় অন্যমাত্রা যোগ করেছে। টলিউডের তারকারা এই মঞ্চে খেলতে এসে মুগ্ধ হয়ে যান তাঁর সঞ্চালনা দেখে। 

 

3/6
দাদাগিরি সিজন নাইন
দাদাগিরি সিজন নাইন

দাদাগিরির সিজন নাইনের ট্যাগলাইন হাত বাড়ালেই বন্ধু হয়। এই মঞ্চে উঠে এসেছেন এমন অনেকে যাঁরা বিপদের দিনে অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। 

 

4/6
দুঃখের খবর
দুঃখের খবর

কিন্তু সৌরভের ও দাদাগিরির ফ্যানেদের জন্য দুঃখের খবর। সেই দুঃখের খবর জানালেন সৌরভ নিজেই। 

 

5/6
সমাপ্তি
সমাপ্তি

শেষ হতে চলেছে দাদাগিরি সিজন নাইন। নিজের একটি ছবি পোস্ট করে সৌরভ লেখেন যে, অলমোস্ট শেষের পথে দাদাগিরির এই সিজন। 

 

6/6
নেটিজেনদের মন্তব্য
নেটিজেনদের মন্তব্য

দাদাগিরি শেষ হওয়ার খবর শোনা মাত্রই মন খারাপ তাঁর ফ্যানেদের। এক নেটিজেন লেখেন,'দাদাগিরি মিস করব'। আরেক নেটিজেন লেখেন,'আগামী সিজনের অপেক্ষায় রইলাম।'





Read More