Cyclone Shakti Effect: সাইক্লোন শক্তি আসার আগে নিম্নচাপ তৈরি হওয়ায় উত্তাল বঙ্গোপসাগর। সেই উত্তাল ঢেউয়ের দাপটেই উলটে যায় বোট। পুরীতে স্পিডবোটে উলটে গিয়ে বড় বিপদে মুখোমুখি হয়েছিলেন সিএবি সভাপতি তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। স্নেহাশিসের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অর্পিতাও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত শনিবার পুরীতে স্পিডবোটে উলটে গিয়ে বড় বিপদে মুখোমুখি হয়েছিলেন সিএবি সভাপতি তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। স্নেহাশিসের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অর্পিতাও।
সাইক্লোন শক্তি আসার আগে নিম্নচাপ তৈরি হওয়ায় উত্তাল বঙ্গোপসাগর। উত্তাল ঢেউয়ের দাপটেই উলটে যায় বোট।
লাইফ জ্যাকেট থাকায় ভেসে থাকেন তাঁরা। সমুদ্রের খুব বেশি গভীরে না হওয়ায় দ্রুত লাইফগার্ড এবং নুলিয়ারা এসে তাঁদের প্রাণে বাঁচান।
অর্পিতার অভিযোগ, কম সংখ্যক যাত্রী নিয়ে সমুদ্রে যেতে গিয়েই বিপদে পড়ে ওই স্পিড বোটটি৷ যাত্রী কম থাকায় ওজন হাল্কা হওয়ায় ঢেউয়ে ধাক্কায় বেসামাল হয়ে গিয়েই স্পিড বোটটি উল্টে যায়৷
জানা যায় ওই বোটে ১০ ডন থাকার কথা। কিন্তু চারজন ছিলেন সেই বোটে।
স্পিড বোটটি রওনা দিতে না দিতেই একটি বড়সড় ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়৷ অর্পিতার কথায়, লাইফগার্ডরা দ্রুত উদ্ধার না করলে আমরা হয়তো বাঁচতাম না৷ আমি এখনও আতঙ্কের মধ্যে রয়েছি৷
এই মুহূর্তে কলকাতায় ফিরে এসেছেন তাঁরা।