PHOTOS

Dadagiri Season 9: শোয়ের নাম 'দাদাগিরি' কী করে হল? খুদে প্রতিযোগীর উত্তর শুনে হতভম্ব সৌরভ

Advertisement
1/6
দাদাগিরি
দাদাগিরি

নিজস্ব প্রতিবেদন: জমে উঠেছে দাদাগিরি সিজন নাইন। সম্প্রতি সরস্বতী পুজোর স্পেশাল এপিসোডে দাদার সঙ্গে একই মঞ্চে হাজির ছিল ছয় খুদে প্রতিযোগী। 

 

2/6
দাদাগিরি
দাদাগিরি

সেখানেই দাদা একজনকে জিগেস করেন, এই শোয়ের নাম দাদাগিরি কী করে হল?

 

3/6
দাদাগিরি
দাদাগিরি

তার উত্তরেই খুদে প্রতিযোগী বলে, 'তুমি একজন ফুটবলার ছিলে'। প্রথমে চমকে গেলেও পরে মেনে নেন সৌরভ। 

 

4/6
দাদাগিরি
দাদাগিরি

'আট বছর বয়সে তুমি তোমার দাদার ব্যাট বল, ক্রিকেটের সব সামগ্রী চুরি করে হয়ে গেলে ক্রিকেটার'। চুরি শব্দ শুনে হতবাক সৌরভ, মজার ছলে মেনে নিলেন খুদের কথা। 

 

5/6
দাদাগিরি
দাদাগিরি

'দাদার ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলা শুরু বলেই তোমার নাম দাদা আর তার সঙ্গে যোগ হল গিরি। সেখান থেকেই নাম হল দাদাগিরি।' খুদে প্রতিযোগীর বিশ্লেষণ শুনে হতভম্ব সৌরভও।  

 

6/6
দাদাগিরি
দাদাগিরি

ছয় খুদেকে সঙ্গে করে জমজমাট ছিল দাদাগিরি সব়স্বতী স্পেশাল এপিসোড।  





Read More