ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজকে গুরুত্বপূর্ণ বলে ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ। তিনি জানিয়েছিলেন, এই সিরিজে পারফরম্যান্সের নিরিখে নির্ধারিত হবে বিশ্বকাপে সেকেন্ড চয়েস উইকেটকিপার-ব্যাটসম্যান কে হবেন!
ধোনির বদলি হিসাবে পন্থকে অনেকেই ভারতীয় দলর উইকিপার হিসাবে ভাবছেন। তবে পন্থকে কড়া চ্যলেঞ্জ ছুঁড়ছেন দীনেশ কার্তিক। তা হলে বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে উইকেটের পিছনে কে থাকবেন!
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দীনেশ কার্তিকের বদলে পন্থকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। নিউজিল্য়ান্ডে ৪, ৪০ অপরাজিত ও ২৮ রানের ইনিংস খেলেছেন পন্থ। এর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ও ১ রান করেছেন তিনি।
হায়দরাবাদে ভারত-অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ শুরু হওয়ার আগেই এবার পন্থের ভবিষ্যদ্বাণী করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বললেন, "বিশ্বকাপের দলে ফিট হওয়ার জায়গায় পন্থ এই মুহূর্তে রয়েছে বলে মনে হয় না। এটা পরিস্থিতির উপর নির্ভর করছে। তবে ও ভবিষ্যতের প্লেয়ার। "
সৌরভ আরও বললেন, "দীনেশ কার্তিক একদিনের স্কোয়াডে নেই। ফলে ওকে হয়তো বিকল্প হিসাবে ভাবা হচ্ছে না। পুরোটাই নির্বাচকদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।"